WBJEE 2023 Final Answer Keys:রাজ্য জয়েন্টে কত পাবেন? পরীক্ষার রেজাল্ট বেরনোর আগেই বুঝে যাবেন এই পদ্ধতিতে!

রেজাল্টের কাউন্টডাউন চলছে। তারইমধ্যে রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র বা ‘ফাইনাল অ্যানসার কি’ প্রকাশিত হল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের তরফে জানানো হয়েছে, অভ্যন্তরীণ যাচাইপর্ব এবং প্রার্থীদের চ্যালেঞ্জের পর্যালোচনার পর চূড়ান্ত উত্তরপত্র বা ‘ফাইনাল অ্যানসার কি’ তৈরি করা হয়েছে। সেটার ভিত্তিতেই আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। অর্থাৎ ‘ফাইনাল অ্যানসার কি’ থেকেই প্রার্থীরা বুঝতে পারবেন যে তাঁদের রেজাল্ট কেমন হতে চলেছে।

কীভাবে রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ‘ফাইনাল অ্যানসার কি’ দেখবেন?

১) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-তে যেতে হবে।

২) হোমেপেজের একেবারে উপরের দিকে ‘WBJEE’ আছে। তাতে ক্লিক করতে হবে।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজের ডানদিকে আছে ‘News & Events’। সেটার ঠিক নীচেই আছে ‘Notice Final Answer Keys WBJEE-2023’। ওই লিঙ্কে পরীক্ষার্থীদের ক্লিক করতে হবে।

৪) নতুন একটি পিডিএফ খুলে যাবে। ওই পিডিএফে ২০২৩ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র বা ‘ফাইনাল অ্যানসার কি’ আছে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে পারেন পরীক্ষার্থীরা। সেইসঙ্গে ‘ফাইনাল অ্যানসার কি’ মিলিয়ে পরীক্ষার্থীরা বুঝে যাবেন না যে রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় তাঁদের ফলাফল কেমন হবে।

আরও পড়ুন: WB Joint Entrance 2023 Results: কয়েক ঘণ্টা পরেই পশ্চিমবঙ্গ জয়েন্টের ফলপ্রকাশ, কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট পাবেন?

রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ‘ফাইনাল অ্যানসার কি’

কখন রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে?

গত মঙ্গলবার রাতেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন যে শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার রেজাল্ট (WBJEE 2023 Results) প্রকাশিত হবে। প্রথমে দুপুর ২ টো ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের (WBJEE) চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তারপর বিকেল চারটে থেকে জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ‘র‍্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা আর্কিটেকচার বা ফার্মেসি ডিগ্রি কোর্সে ভরতির জন্য এবার যে পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন ১.২৪ লাখের বেশি প্রার্থী।

Read also  International Mother's Day: গ্রিক ও রোমানদের হাত ধরেই শুরু মাতৃ দিবস, কেমন ছিল ইতিহাসের সেই দিনগুলি

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Source link