WBCHSE Class 12th Results 2023: কয়েক ঘণ্টা পরেই উচ্চমাধ্যমিকের ফলাফল, অনলাইনে রেজাল্ট দেখা যাবে HT Bangla-য়

হাতে পড়ে নেই ১৭ ঘণ্টাও। তারপরই প্রকাশিত হতে চলেছে ২০২৩  সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার বেলা ১২ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৩০ মিনিট পর থেকে অনলাইনে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। পড়ুয়ারা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাবেন। আর অনলাইন ওয়েবসাইট wbresults.nic.in থেকেও রেজাল্ট জানতে পারবেন পড়ুয়ারা।

কীভাবে হিন্দুস্তান টাইমস বাংলায় উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন?

১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় চলে আসুন। 

২) হোমপেজে উচ্চমাধ্যমিক রেজাল্টের লিঙ্ক আছে। 

৩) সেখানে রোল নম্বর দিয়ে ফেলুন। তারপর ‘ক্লিক করুন’-তে ক্লিক করুন। তারপর স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে।

আরও পড়ুন: WB HS Result 2023: আগামিকাল উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কখন, কোথায় ও কীভাবে? সব তথ্য জানুন এক ক্লিকে

২০২২ সালের উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক পাশের হার

১) পূর্ব মেদিনীপুর: ৯৮.৪১ শতাংশ।

২) পশ্চিম মেদিনীপুর: ৯৬.২৯ শতাংশ।

৩) ঝাড়গ্রাম: ৯৩.৭৩ শতাংশ।

৪) পুরুলিয়া: ৯৩.২৭ শতাংশ।

৫) কালিম্পং: ৯২.৫৪ শতাংশ।

৬) দক্ষিণ ২৪ পরগনা: ৯১.৮৮ শতাংশ।

৭) বাঁকুড়া: ৯১.৭৪ শতাংশ।

৮) উত্তর ২৪ পরগনা: ৮৯.১ শতাংশ।

৯) মালদা: ৮৮.৬১ শতাংশ।

১০) উত্তর দিনাজপুর: ৮৮.৫৪ শতাংশ।

১১) হুগলি: ৮৭.৮১ শতাংশ।

১২) হাওড়া: ৮৭.৫২ শতাংশ।

১৩) কলকাতা: ৮৭.৪৯ শতাংশ।

১৪) বীরভূম: ৮৭.২৭ শতাংশ।

১৫) পূর্ব বর্ধমান: ৮৬.৮৬ শতাংশ।

১৬) মুর্শিদাবাদ: ৮৬.৪৪ শতাংশ।

১৭) নদিয়া: ৮৬.৩১ শতাংশ।

১৮) দক্ষিণ দিনাজপুর: ৮৪.৫৭ শতাংশ।

১৯) দার্জিলিং: ৮৩.২৯ শতাংশ।

২০) আলিপুরদুয়ার: ৮১ শতাংশ।

২১) কোচবিহার: ৮০.৭১ শতাংশ।

২২) পশ্চিম বর্ধমান: ৭৭.২৮ শতাংশ।

২৩) জলপাইগুড়ি: ৭৩.৫ শতাংশ।

আরও পড়ুন: HS Results 2023: উচ্চমাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে এবার জোড়া পরিবর্তন, বড় সিদ্ধান্ত সংসদের

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস

১৯৭৫ সালের পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আইনের আওতায় পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষা ব্যবস্থার দেখভাল করে সংসদ। উচ্চমাধ্যমিক পরীক্ষার আয়োজনের দায়িত্বও পালন করে। সংসদের সদর দফতর সল্টলেকের করুণময়ীতে অবস্থিত। এছাড়া চারটি আঞ্চলিক কার্যালয় আছে – উত্তরবঙ্গ আঞ্চলিক কার্যালয়, বর্ধমান আঞ্চলিক কার্যালয়, বর্ধমান আঞ্চলিক কার্যালয় এবং কলকাতা আঞ্চলিক কার্যালয়। আপাতত সংসদের সভাপতি হলেন চিরঞ্জীব ভট্টাচার্য। সচিব হলেন তাপসকুমার মুখোপাধ্যায়।

Read also  Skin issues for smoking: ভয়ানক ক্ষতি হচ্ছে ত্বকের, তামাকেই ‘পুড়ছে’ মুখের জেল্লা! রেহাই কোন পথে জানেন

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Source link