বাংলা নিউজ > টুকিটাকি > Relationship Ideal Age gap: সম্পর্কে দু’জনের বয়সের ফারাক কত হলে বিচ্ছেদের ঝুঁকি কম থাকে? বলছে গবেষণা
Updated: 25 May 2023, 04:45 PM IST
Sritama Mitra
কথাতেই বলে প্রেমে সঠিক বেঠিক বলে কিছু হয় না। প্রেম নিজের রাস্তায় দুটি মানুষকে এগিয়ে নিয়ে চলে। বয়স নিয়ে অনেকেই অনেক রকমের কথা বলে থাকেন।
1/8সম্পর্ক শুরুর সময় একে অপরের প্রতি তীব্র আকর্ষণ থেকে বন্ধুত্ব আর তা পরে প্রেমে পরিণতি পাওয়ার সময়কালটা সব সময়ই সুখের। এমন অনুভূতির মধ্যে দিয়ে যাওয়ার প্রতিটি পরতই খুব মোহময়। তবে সেই প্রেম বা সম্পর্ককে ধরে রাখা, বা পরবর্তীতে বিয়ের পর দাম্পত্য অটুট রাখা মুখের কথা নয়! এক গবেষণায় উঠে এসেছে সম্পর্ক ধরে রাখতে বয়সের আদর্শ ফারাক সম্পর্কে কিছু তথ্য। 2/8কথাতেই বলে প্রেমে সঠিক বেঠিক বলে কিছু হয় না। প্রেম নিজের রাস্তায় দুটি মানুষকে এগিয়ে নিয়ে চলে। বয়স নিয়ে অনেকেই অনেক রকমের কথা বলে থাকেন। সেলেব প্রিয়াঙ্কা চোপড়ার থেকে বয়সে ছোট নিক জোনাসের সম্পর্ক কিম্বা ফ্রান্সের প্রেসিডেন্ট ৪৫ বছর বয়সী ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তাঁর স্ত্রী ৭০ এর ব্রিগিটির বয়সের ফারাকও রয়েছে আলোচনায়। বয়সের ফারাক নিয়ে নানান সমালোচনা, চর্চার মাঝে দেখা যাক, সম্পর্কে দুজনের বয়সের ফারাক কতটা থাকলে তা বিচ্ছেদের দিকে এগোয় না।3/8আটলান্টার এমরয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে বয়সের ফারাক নিয়ে এক গবেষণায় বেশ কিছু তথ্য তুলে ধরেছে। তারা ৩০০০ জনের সম্পর্কের খতিয়ান নিয়ে আলোচনা করেছে। সেখানে উঠে এসেছে দুজনের সম্পর্কে ৫ থেকে ৭ বছরের ফারাক, ১০ বছরের ফারাক ও সময়বয়স্কদের সম্পর্ক নিয়ে তথ্য়।
4/8৫ থেকে ৭ বছর বয়সের ফারাক হলে কী ঘটতে পারে:- গবেষণায় বলা হচ্ছে, যে দম্পতিদের বয়সের ফারাক ৫ থেকে ৭ বছরের, সেখানে ১৮ শতাংশ সুযোগ রয়েছে বিচ্ছেদের। তুলনামূলকভাবে সমবয়সীদের মধ্যে সম্পর্ক অনেক বেশি স্থায়ী।5/8১০ বছরের ফারাক:- সম্পর্কে দুই ব্যক্তিত্বের মাঝে ফারাক ১০ বছরের হলে, সম্পর্ক ভাঙার সম্ভাবনা ৩৯ শতাংশ, বলছে গবেষণা। এছাড়াও চারিত্রিক বৈশিষ্টও বিভিন্ন বয়সীদের মধ্যে সম্পর্ক ভাঙার ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ বিষয়।6/8২০ বছরের ফারাক- সম্পর্কের ক্ষেত্রে বয়সের ফারাক যদি ২০ বছরের হয়, তাহলে তা ভাঙার সম্ভাবনা ৯৫ শতাংশ। বলছে গবেষণা। সেক্ষেত্রে এও বলা হচ্ছে যে, যদি বয়সের ফারাক ১ বছরের হয়, তাহলে সম্পর্ক ভাঙার সম্ভাবনা ৩ শতাংশ থাকে।7/8সম্পর্ক ও সন্তান- গবেষণা এও বলছে যে, সব সম. বয়সই একমাত্র বিচ্ছেদের কারণ হচ্ছে তা নয়। রয়েছে আরও পারিপার্শ্বিক বিষয়। গবেষণায় বলা হচ্ছে, বিয়ের আগে সন্তান এলে সেই জুটির সম্পর্ক বেশ টেকসই হয়, সেক্ষেত্রে বিয়ের পরে সন্তান হওয়ার পরও অনেক সময় বিচ্ছেদের কবলে পড়তে পারেন ৫৯ শতাংশ।8/8সম্পর্ক ও বয়সের ফারাক: বলা হচ্ছে, সম্পর্ক স্থায়ী হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি থাকে সমবয়সীদের প্রেমে। সেক্ষেত্রে একই বয়সের দুই ব্যক্তিত্বের মধ্যে প্রেম সম্পর্ককে স্থায়ী করে বলে ইঙ্গিত গবেষণার।