Ranthambore national park: শিকার নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই বাঘ-বাঘিনীর, কে জিতল? দেখুন হাড় হিম করা ভিডিয়ো

চিড়িয়াখানার ঘেরাটোপে বাঘ ও বাঘিনীর লড়াই এবার নজর কেড়ে নিল সব দর্শকদের। রণথম্বোর জাতীয় চিড়িয়াখানায় একটি বাঘের খাবার চুরি করতে ব্যস্ত ছিল ওই বাঘিনী। পরে টের পেতেই ছুটে যায় বাঘ। তারপরেই শুরু হয় তুমুল ‘বোঝাপড়া’। এই ঘটনা দেখেই রীতিমতো হকচকিয়ে যান উপস্থিত দর্শকরা। এই ঘটনার একটি ভিডিয়োও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। লেটেস্ট সাইটিংস নামক একটি সংস্থার তরফে ওই ভিডিয়োটি ইউটিউবে আপলোড করা হয়। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিউয়ারের সংখ্যা তরতরিয়ে বাড়তে থাকে। পাশাপাশি বাড়তে থাকে কমেন্টে বিভিন্ন ইউটিউব ব্যবহারকারীদের বিচিত্র মন্তব্য। বাঘ ও বাঘিনীর লড়াই দেখে রীতিমতো হতবাক হয়ে যান নেটিজেনরাও।

আরও পড়ুন: গরমে এই খাবার খেলেই বিপদ! মারাত্মক শরীর খারাপে ভোগার আশঙ্কা

আরও পড়ুন: রোজ রাতে আবার চালাতে হচ্ছে এসি? কী করলে কারেন্ট একদম কম পুড়বে

পুরো ঘটনা আদতে কীভাবে ঘটল তার একটি বর্ণনাও ভিডিয়োটির নিচে লিখে দেয় সংস্থাটি। সেখানেই বলা হয়, একটি বাঘিনী রাস্তার উপরে মৃত হরিণকে দেখতে পেয়ে ছুটে যায়। নিজের শিকার হিসেবে সেটিকে তুলে নিয়ে আসার চেষ্টাই করছিল সে। কিন্তু কাজটা মোটেই সোজা ছিল না। কারণ কাছেই ওঁত পেতে লুকিয়ে ছিল একটি বাঘ। সে কি তার শিকার করা খাবার সহজে ছেড়ে দেবে? মোটেই না! ফলে লাগল লড়াই! দুজনের মধ্যেই ওই খাবার নিয়ে টানাটানি লাগে। সেই টানাটানি গড়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে। বিজয় কুমাওয়াত নামে এক ব্যক্তির ক্যামেরায় ধরা পড়েছে রণথম্বোর জাতীয় উদ্যানের এই দৃশ্য। সেই ভিডিয়োই আপলোড করা হয় ইউটিউবে।

১০ মে ভিডিয়োটি পোস্ট করা হলেও ভিউজের সংখ্যা ইতিমধ্যেই ১০ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি, প্রচুর লাইকও পেয়েছে ওই ভিডিয়ো। এই দিন কমেন্ট বিভাগে নেটিজেনদের প্রতিক্রিয়াও দেখার মতো ছিল। একজন লেখেন, ‘এই দুটোই বোধহয় দুটোকে চেনে। তাই বাঘিনী অনায়াসে গিয়ে বাঘের শিকার করা খাবারটা নিয়ে আসার সাহস দেখিয়েছে। নয়তো এমন ঘটনা তো দেখাই যায় না!’ আরেকজনের কথায়, ‘বাপরে এত বড় বাঘ! তাদের আবার লড়াই! সামনাসামনি দেখলে আমি তো ভয়ে জড়োসড়ো হয়ে যেতাম।’

Read also  Alien signal form Mars: মঙ্গল গ্ৰহে এলিয়েন! ইউরোপের মহাকাশযানে ধরা পড়ল অদ্ভুত সংকেত, কোন বিপদের আভাস

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

Source link