Promoting LGBTIQ is banned by law in Russia: এলবিজিটিকিউ নিয়ে প্রচার করলেই মোটা জরিমানা, নতুন আইন রাশিয়ায়

এলজিবিটিকিউ নিয়ে সবরকম প্রচার নিষিদ্ধ হল রাশিয়ায়। নিয়ম অমান্য করলে বড়সড় জরিমানাও করতে পারে পুতিন সরকার। সম্প্রতি রাশিয়ার পার্লামেন্টে এই বিল পাশ হয়। যার সোজা ভাষায় অর্থ করলে দাঁড়ায়, এলজিবিটিকিউ নিয়ে কোনওরকম প্রচার করা যাবে না। শুধু রাস্তায় নয়, গান, বই সিনেমা সবকিছুতেই কড়া নজরদারি চালাবে সরকার। নিয়ম ভাঙতে দেখলে মোটা অঙ্ক জরিমানা করা হবে নিয়ম লঙ্ঘনকারীকে। ইউক্রেনে সামরিক অভিযানের আবহেই রাশিয়ার পার্লামেন্টে এই আইন পাশ হল। এই নিষেধাজ্ঞার কদিন আগেই বিদেশি এজেন্টদের নিয়ে একটি আইন জারি করা হয়।

প্রকৃতপক্ষে নতুন আইনটি ২০১৩ সালের একটি আইনকে আরও বেশি শক্তি জোগালো। ২০১৩ সালের আইন অনুযায়ী এলজিবিটিকিউ নিয়ে কোনও তথ্য প্রচার নিষিদ্ধ ছিল। এবারের আইনে সেই নিষেধাজ্ঞাই আরও বাড়ানো হল। কোনওভাবে এই ধরনের সম্পর্ককে প্রশংসা করা বা প্রচার করা যাবে না। এছাড়া দীর্ঘকাল ধরে চলে আসা বিষমকামী যৌন সম্পর্ক বাদে অন্য সম্পর্ক ভালো এই কথাও প্রচার করা যাবে না। সিনেমা, গণমাধ্যম, বই, বিজ্ঞাপন সব মাধ্যমেই এই ধরনের বিষয় প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।এলবিজিটিকিউ সম্পর্ক ছাড়াও পিডিফোলিয়া ও লিঙ্গ পরিবর্তনের উপরেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিনের পাশ হওয়া বিল মোতাবেক, এলবিজিটিকিউ নিয়ে কোনওরকম উদ্যোগ নিলে আইন লঙ্ঘনআরী ব্যক্তিকে চার লাখ রুবল ( ৬৩৭০ ডলার) পর্যন্ত জরিমানা করা হতে পারে। অন্যদিকে এই বিষয়ে প্রচারের মাধ্যমে কমবয়সিদের লিঙ্গ পরিবর্তনে প্রভাবিত করলে ২ লাখ রুবল (৩১৮৫ ডলার) পর্যন্ত জরিমানা করতে পারে সরকার। এছাড়াও গুরুতর পরিস্থিতি বুঝলে প্রথম অপরাধের জন্য ৫ মিলিয়ন (৮০ হাজার ডলার) ও পরের অপরাধে ৪ মিলিয়ন রুবল (৬৪ হাজার ডলার) পর্যন্ত জরিমানা করা হতে পারে। সূত্রের খবর, রাশিয়ান পার্লামেন্টের আপার ও লোয়ার হাউস দুই সভাতেই আইনটি পাশ হয়েছে।

প্রসঙ্গত ১৯৯৩ সালে রাশিয়া সরকার সমকামিতা অপরাধ নয় বলে ঘোষণা করেছিল। তবে হোমোফোবিয়া ও‌ বৈষম্যমূলক আচরণ এখনও বন্ধ হয়নি। এই আইনের ফলে সেই বৈষম‌্যই আরও জায়গা করে নিল।

Read also  TomTom report on Bengaluru: বিশ্বের সবচেয়ে ট্রাফিক জ্যাম হওয়া শহরের মধ্যে দুই নম্বরে বেঙ্গালুরু

 

Source link