বাংলা নিউজ > টুকিটাকি > Pervez Musharraf’s death amyloidosis: অ্যামিলয়ডসিস রোগে ভুগছিলেন পারভেজ মুশারফ! এই রোগে কী হয়? কাদের ঝুঁকি বেশি
Updated: 05 Feb 2023, 05:30 PM IST
Sanket Dhar
Pervez Musharraf’s death amyloidosis know symptoms, diagnosis and treatment: অ্যামিলয়ডসিসে আক্রান্ত ছিলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ। রবিবার ৭৯ বছর বয়সে তিনি প্রয়াত হলেন। কী এই জটিল রোগ?
1/6প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দুবাইয়ের আমেরিকান হাসপাতালে তার প্রয়াণ ঘটে। (Freepik)2/6অ্যামিলয়ডোসিস নামের এক জটিল রোগে আক্রান্ত ছিলেন পারভেজ মুশারফ। এর জন্য ২০১৬ সালের মার্চ থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। (Freepik)3/6ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক প্রশান্ত মেহেতার কথায়, অ্যামিলয়ডোসিস একটি বিরল প্রকৃতির রোগ। এই রোগে জড়িত সমস্ত টিস্যু ও কোষই ক্ষতিগ্ৰস্ত হয়। কোষের মধ্যে অস্বাভাবিক পদ্ধতিতে কিছু বিশেষ প্রকৃতির প্রোটিন জমে এই রোগ হয়। এতে অঙ্গ বিকল হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। (Freepik)4/6রোগটির উপসর্গ কী? অ্যামিলয়ডোসিসে একাধিক উপসর্গ দেখা যেতে পারে। এর মধ্যে অন্যতম হল ওজন কমে যাওয়া, সহজে ক্লান্ত হয়ে পড়া, ত্বক মোমের মতো হয়ে যাওয়া, জিভ বড় হয়ে যাওয়া, লিভার বড় হয়ে যাওয়া। (Freepik)5/6 অ্যামিলয়ডোসিস সাধারণত বয়স্ক লোকেদের দেখা যায়। মুশারফের চিকিৎসা শুরু হয় ৭২ বছর বয়সে। চিটিৎসক মেহেতা জানান, অ্যাবডমিনাল ফ্যাট প্যাড ও বায়োপ্সি করে এই রোগ নির্ণয় করা হয়। কখনও কখনও প্রাথমিকভাবে লিভার বা হাড়ের মজ্জার বায়োপ্সিও করা হয়। (Freepik)6/6অ্যামিলয়ডোসিস সাধারণত তিন ধরনের হয়। সাধারণভাবে সবচেয়ে বেশি দেখা যায় এএ প্রকৃতির অ্যামিলয়ডোসিস। সাধারণত টিউবারকিউলোসিস, আর্থ্রাইটিস বা পেটের প্রদাহজনিত সমস্যা থাকলে তা থেকে এই রোগ হয়। (Freepik)