বাংলা নিউজ > টুকিটাকি > Peppermint oil benefits: পুদিনা তেল দিয়ে শুধু ত্বকের যত্ন নেন? এই গুণের কথা জানলে আরও অনেক কাজেই লাগাবেন
Updated: 17 Mar 2023, 09:05 PM IST
Sanket Dhar
Peppermint oil benefits: পুদিনা পাতা দিয়ে শুধু ত্বকের যত্ন নিচ্ছেন? এই গুণগুলির কথা জানলে আরও অনেক কাজেই লাগাবেন। জেনে নিন বিশদে।
1/5পুদিনা পাতার তেল অনেকেই ত্বকের যত্ন নিতে ব্যবহার করেন। তবে ত্বকের যত্ন ছাড়াও স্বাস্থ্যের নানা উপকারে লাগে পুদিনা পাতা। কী কী কাজে লাগবে এই তেল? জেনে নিন বিশদে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)2/5পেশির ব্যথা কমায়: পেশির ব্যথা কমাতে দারুণ কাজ দেয় পুদিনা পাতার তেল। ঘাড়ে হাত পায়ে প্রচন্ড ব্যথা? নিয়মিত এই তেল লাগালে আর কোনও চিন্তা থাকবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)3/5অ্যাসিডিটি কমায়: অ্যাসিডের সমস্যা কমাতে সাহায্য করে পুদিনার তেল। এই তেল কয়েক ফোঁটা জলে গুলে খেতে হবে রোজ। তাহলেই দেখবেন, গ্যাসের সমস্যায় আর ভুগছেন না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
4/5হজম করায়: খাবার হজম করায় পুদিনা তেল। পুদিনা পাতা দিয়ে তৈরি তেল সহজে খাবার হজম করতে সাহায্য করে। নিয়মিত জলের মধ্যে কয়েক ফোঁটা পুদিনা তেল গুলে খেলে খাবার হজম হবে দ্রুত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)5/5গলা ব্যথা কমাতে সাহায্য করে: গলায় প্রচন্ড ব্যথা? কথা বলতে রীতিমতো সমস্যা হচ্ছে? গলার ব্যথা কমাতে দারুণ সাহায্য করে পুদিনা তেল। গলা ঠান্ডা করে ব্যথা কমিয়ে দেয় নিমেষেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)