Patna HC on car loan: কিস্তি না মেটালেই গাড়ি বাজেয়াপ্ত করা বেআইনি কাজ! ব্যাঙ্ককে শাস্তি বিচারপতির

ব্যাঙ্ক থেকে লোন নিয়ে গাড়ি কেনা হয়েছে? কিন্তু সেই গাড়ির লোন মেটানো সম্ভব হচ্ছে না? কিস্তি বাকি থেকে যাচ্ছে প্রায়ই। এর ফলে ব্যাঙ্ক থেকে লোক এসে গাড়ি বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছে? এমন ঘটনা আকছার ঘটে থাকে। এই নিয়ে ব্যাঙ্ককে কিছু বলতে গেলে ব্যাঙ্ক লোন নেওয়া ব্যক্তিকেই দুষে থাকেন। তবে এই কাজ এবার থেকে আর করা যাবে না। স্পষ্ট ভাষায় এই কথাই জানিয়ে দিল পাটনা উচ্চ আদালত। লোনের টাকা মেটাতে না পারলে গাড়ি বাজেয়াপ্ত করে রাখতে হবে,  এমন কোন অধিকার নেই ব্যাঙ্কের। এই কথাই জানিয়ে দিল পাটনার হাইকোর্ট।

আরও পড়ুন: মানসিক চাপে জেরবার? দুজনের মধ্যে এই ৫ সমস্যা নেই তো? সতর্ক করছেন বিশেষজ্ঞ

আরও পড়ুন: DSLR ক্যামেরাতেই বাজিমাত! ২ কোটি আলোকবর্ষ দূরে থাকা নক্ষত্রের ছবি তুলল ইসরো

এই নিয়ে ব্যাঙ্কের পাশাপাশি বিভিন্ন আর্থিক লেনদেনকারী সংস্থাকেও সতর্ক করলো পাটনা হাইকোর্টের বিচারপতি রাজীব রঞ্জন‌ প্রসাদ। এই দিনের রায়ে বিচারপতি রাজীব রঞ্জন‌ প্রসাদ বলেন, লোনের কিস্তি ঠিক সময় শোধ করতে না পারলে ব্যাঙ্ক কখনই গাড়ি বাজেয়াপ্ত করে নিতে পারে না। দালালের মাধ্যমে কোনও ব্যাঙ্ক বা আর্থিক সংস্থার এই কাজ করার অধিকার নেই, এমনটাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিচারপতি। কেন সম্ভব নয়? কেন ব্যাঙ্কের এই অধিকার নেই সে কথাও তাঁর স্পষ্ট জানিয়ে দেন হাইকোর্টের বিচারপতি রাজীব রঞ্জন প্রসাদ। বিচারপতির কথায়, লোনের কিস্তি বাকি থাকার কারণে কোন ব্যাঙ্ক যদি কিস্তিদাতার গাড়ি বাজেয়াপ্ত করে নেয়, তবে তা মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়। কোন ব্যাংক বা আর্থিক সংস্থা আর্থিক লেনদেনকারী সংস্থা এইভাবে একজন ব্যক্তির মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ করতে পারে না। 

ব্যাঙ্কের তরফে নিযুক্ত যারা এমন জোর জবরদস্তি গাড়ি বাজেয়াপ্ত করে, তাদের বিরুদ্ধেও নির্দেশ দেওয়া হয় এই রায়ে। ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয় পুলিশকে। পাশাপাশি ব্যাঙ্ক ও আর্থিক লেনদেনকারী সংস্থাগুলিকে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি লোনের টাকা উদ্ধার করার জন্য লোনটির নিরাপত্তা সুনিশ্চিত করার উপর জোর দিতে বলা হয়েছে। শুধুমাত্র গ্যারান্টির মাধ্যমেই এই টাকা উদ্ধার করার অধিকার রয়েছে ব্যাঙ্কের, এমনটাই জানানো হয়েছে রায়ে। 

Read also  IT সেক্টরে মন্দার আবহ, চলতি বছর প্রায় ৪০% কমছে ক্যাম্পাস নিয়োগ

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

Source link