Optical illusion: পেঙ্গুইনের ভিড়ে হারিয়ে গিয়েছে তিনটি বিড়াল, খুঁজে দিতে পারবেন? দেখুন তো ছবিটি

মাঝে মাঝেই কিছু মজাদার ধাঁধার খোঁজ দেয় সমাজ মাধ্যমে। এগুলি চটজলদি সমাধান করতে পারলে বেশ আনন্দও হয়। ইদানীং নানা রকমের চোখের ধাঁধা বা অপটিকাল ইলিউশনের ছবি নিয়েও মেতে থাকে সমাজ মাধ্যম। সম্প্রতি এমনই একটি ছবি ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়। এক ডিজিটাল শিল্পী নেটিজেনদের তার আঁকা ছবির ধাঁধা সমাধান করতে বললেন। ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি পেঙ্গুইন। তার মধ্যে থেকেই খুঁজে বার করতে তিনটি বিড়াল! তিনি এও বলে দেন বিড়ালের রংও পেঙ্গুইনের মতোই। ফলে খুঁজে বার করা খুব সহজ কাজ কিন্তু নয়। হাঙ্গেরিয়ান শিল্পী গারজেলি ডুডাস সম্প্রতি ফেসবুকে এই ছবি শেয়ার করেন। তাতেই দেখা যায়, কোনও পেঙ্গুইনের গলায় মাফলার জড়ানো, কারও আবার চোখে সানগ্লাস। এদের ভিড়েই নাকি লুকিয়ে আছে তিনটি বিড়াল।

অনেকে কমেন্টে লেখেন তাঁরা ছবিটি দেখার সঙ্গে সঙ্গেই খুঁজে পেয়েছেন একটি বিড়ালকে। একজন হালকা ঠাট্টা করে বলেন, আমি তো দুটিকে খুঁজে পেয়েছি, আরেকটির মিয়াও শুনতে পাচ্ছি। পোস্টটি সমাজিক মাধ্যমে আসার পরে পরেই বিপুল সংখ্যক শেয়ার হয়েছে। প্রচুর পরিমাণ কমেন্ট ও লাইক পড়তে থাকে পোস্টে।

সংখ্যা থেকে ছবি, বিভিন্ন রকমের দৃষ্টিভ্রম এর মধ্যে দেখা যায়। অনেকে শুধুই সময় কাটানোর জন্য এগুলি সমাধান করতে ভালোবাসেন। কিন্তু এই চোখের ধাঁধাগুলি শুধুই অবসর যাপনের জন্য নয়। বরং মনের খুঁটিনাটি বিশ্লেষণের পিছনেও এর অনেক গুরুত্বও রয়েছে। এই ধাঁধা সমাধান করার সময় আমাদের ব্যক্তিত্বের একটি দিক ফুটে ওঠে। ব্যক্তিত্বের এই দিকগুলি নিয়ে আমরা হয়তো সচেতন থাকি না।

এই যে উত্তর!

(Facebook/Gergely Dudás – Dudolf)

অনেকের মতে, নিজের এই দিকটি চেনার জন্যই চোখের ধাঁধার সমাধান করা জরুরি। যদিও এর উলটো মতও আছে। অনেকের মতে, এর মাধ্যমে মন ও মস্তিষ্ক এই দুইয়েরই ক্ষমতা বোঝা যায়। আমাদের চারপাশে চোখে ধাঁধা লাগায় এমন অনেক ছবি রয়েছে। তাই অপটিক্যাল ইলিউশনকে শুধু ছবির ধাঁধা নয়। একটি বিষয়কে আমরা কে কীভাবে দেখি তাও দেখিয়ে দেয় ছবির ধাঁধা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link

Read also  Horoscope Today: আর্থিক সমস্যায় কর্কট, মানসিক অস্থিরতা ধনুর,পড়ুন রাশিফল