New compound: হারানো নার্ভ কোশ গড়ে দেবে নয়া আবিষ্কৃত যৌগ, হার্টও রাখবে ভালো, কীভাবে

হারানো স্নায়ুকোশও এবার নতুন করে শরীরে ফিরে আসতে পারে। আর সেই কাজেই সাহায্য করবে একটি নয়া যৌগ। সম্প্রতি সেই নয়া যৌগটিরই খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। নেচারে প্রকাশিত হয়েছে সেই গবেষণা। গবেষকদের দাবি দুর্ঘটনার কারণে শরীরের কোন কলা কোশ ক্ষতিগ্রস্ত হলে সেখানের বেশ কিছু স্নায়ু কোশ নষ্ট হয়ে যায়। সম্প্রতি একটি বিশেষ রাসায়নিক যৌগের খোঁজ মিলেছে। এই যৌগটিই সেই স্নায়ু কোশগুলিকে আবার নতুন করে উৎপন্ন হতে সাহায্য করে। নয়া যৌগটির নাম রাখা হয়েছে ১৯৩৮। এটি কোশের মধ্যে গিয়ে কোশের জৈবিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। কোশের বৃদ্ধি কীভাবে হবে তার পুরোটাই দেখভাল করে এই রাসায়নিক যৌগ। তবে শুধুই স্নায়ু কোশ উৎপন্ন করতে এর প্রধান ভূমিকা নয়। হার্টের কোশ গঠনের পিছনেও এই রাসায়নিক যৌগের বড় ভূমিকা রয়েছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: মানসিক চাপে জেরবার? দুজনের মধ্যে এই ৫ সমস্যা নেই তো? সতর্ক করছেন বিশেষজ্ঞ

আরও পড়ুন: DSLR ক্যামেরাতেই বাজিমাত! ২ কোটি আলোকবর্ষ দূরে থাকা নক্ষত্রের ছবি তুলল ইসরো

গবেষকদের দাবি, এই বিশেষ ধরনের রাসায়নিক যৌগ হার্টের বিশেষ কোশগুলোকে নষ্ট হওয়া থেকে বাঁচায়। প্রাণী দেহে কোশের বেড়ে ওঠার গোড়ায় রয়েছে কয়েকটি মূল উপাদান। এগুলি কোশের বিভাজন থেকে কোশের সংখ্যা বৃদ্ধিকে হাতের মুঠোয় রাখে। এরপরেও রয়েছে আরেকটি বড় চমক। শুধু কোশের বৃদ্ধি ও হার্টের কোশকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচায় তাই নয়। প্রাণীর হারিয়ে যাওয়া মোটর কার্যক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে এই বিশেষ যৌগ। এই গবেষণাটি সম্পূর্ণ করার জন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও এমআরসি ইনস্টিটিউট অফ মলিকিউলার বায়োলজি অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে জোট বাঁধে। এই যৌগের হাজারেরও বেশি অনু কীভাবে কাজ করে তা স্ক্যান করে জানতেই এই বিশেষ জোট করা হয়।‌

এই গবেষণায় তৈরি হাজার ১৯৩৮ রাসায়নিক যৌগটি একটি বিশেষ পথকে সক্রিয় করে তোলে সেই পথটির নাম হচ্ছে ফসফইনোসিটাইড ৩-কাইনেজ‌ সিগনালিং পথ। এই পথটিই কোশের বৃদ্ধিকে সক্রিয় করে তোলে। তবে এর পাশাপাশি আরেকটি উৎসেচক ও কোশের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে সেটি হলো পিআই৩কে উৎসেচক। হার্ট ও স্নায়ু কোশের উপর এটি কিভাবে কাজ করে তাও বিশ্লেষণ করা হয়েছে নেচারে প্রকাশিত এই গবেষণায়। 

Read also  বিশ্ব অর্থনৈতিক ফোরামের সমীক্ষায় আশার কথা ভারতের চাকরিপ্রার্থীদের জন্য

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

Source link