বাংলা নিউজ > টুকিটাকি > Neem Wood Comb Benefits: নিমকাঠের চিরুনি ব্যবহার করলে চুল পড়া একদম বন্ধ হয়ে যায়! কথাটি কি ঠিক
Updated: 30 Jan 2023, 04:09 PM IST
Suman Roy
Neem Wood Comb Benefits: নিমকাঠের চিরুনি ব্যবহার করলে চুল পড়া একদম বন্ধ হয়ে যায়। এমনই মন অনেকের। কিন্তু কথাটি কি ঠিক?
1/8বাজারে নানা ধরনের কাঠের চিরুনি পাওয়া যায়। কিন্তু এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল নিমকাঠের চিরুনি। অনেকেই মনে করেন, এই চিরুনি ব্যবহার করলে চুল পড়া একেবারে বন্ধ হয়ে যায়। কিন্তু কথাটি কি ঠিক?2/8নিমকাঠের চিরুনির অনেক গুণ আছে। প্রথমে দেখে নেওয়া যাক, সেগুলি কী কী। বহু ধরনের সমস্যা থেকেই মুক্তি দিতে পারে এই চিরুনি। দেখে নিন, সেই তালিকা। 3/8নিমকাঠে এমন কিছু উপাদান থাকে, যেগুলি সংক্রমণ আটকাতে পারে। তাই নিমকাঠের চিরুনি ব্যবহার করলে মাথার ত্বকে সংক্রমণ হয় না। চুলের গোড়া মজবুত হয়। 4/8নিমকাঠের কয়েকটি উপাদান চুল নরম করতেও সাহায্য করে। যাঁদের শুষ্ক চুলের সমস্যা আছে, তাঁরা এই জাতীয় চিরুনি ব্যবহার করলে সেই সব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। 5/8চুলের পুষ্টিতেও সাহায্য করে এই জাতীয় চিরুনি। এই চিরুনি ব্যবহার করলে কাঠের মধ্যে থাকা কিছু উপাদান চুলরে গোড়ার পুষ্টি জোগায়। 6/8এবার প্রশ্ন হল, সত্যিই কি নিমকাঠের চিরুনি চুল পড়া আটকাতে পারে? সেই প্রশ্নের উত্তর কী? কী বলছেন বিজ্ঞানীরা?7/8বিশেষজ্ঞদের মত, চুল পড়ার পিছনে নানা কারণ থাকতে পারে। চুলের গোড়ায় সংক্রমণ, শুষ্ক চুল বা চুলের পুষ্টির অভাব সেই কারণগুলির মধ্যে অন্যতম। নিমকাঠের চিরুনি ব্যবহার করলে এই সমস্যাগুলি অনেক কমে যায়। কিন্তু চুল পড়ে যাওয়ার পিছনে আরও নানা ধরনের কারণ থাকতে পারে। যেমন জিনগত কারণ। সেই সমস্যাগুলির সমাধান এই চিরুনি করতে পারে না। 8/8তাই নিমকাঠের চিরুনি ব্যবহার করলে চুল পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, এমন কথা বলা যাবে না। তবে চুলের স্বাস্থ্যের সার্বিক উন্নতি হবে, এ কথা সত্যি। তাতে চুল পড়ার হার নিঃসন্দ্হে কিছুটা কমবে।