National Brother’s day 2023: কোন ভাবনা থেকে পালন করা হয় জাতীয় ভ্রাতৃত্ব দিবস? জানলে অবাক হতে পারেন

জাতীয় ভ্রাতৃত্ব দিবস পালন করা হয় প্রতি বছর ২৪ মে। এই দিনটি ভাইদের দিন। তাদের সঙ্গে কাটিয়ে আসা দীর্ঘ সম্পর্ককে উদযাপনের বিশেষ দিন। সত্যি বলতে, ভাই থাকা আমাদের সবার জীবনেই একটি আশীর্বাদ। তারা আমাদের সবচেয়ে বড় সমর্থক বলা যায়‌ কোনও বিপদে পড়লে তারাই পাশে থাকে। এমনকি ছোট থেকে কোনও দুষ্টুমি করলেও তারাই সঙ্গ দেয়। যাকে ইংরেজিতে বলে ‘পার্টনার ইন ক্রাইম’। আমাদের ভাইরাই একমাত্র মানুষ যারা আমাদেরকে মন থেকে বুঝতে পারে। শুধু তাই নয়, অসুবিধার সময় হোক বা একাকীত্বের সময়, একজন ভাই বা দাদা থাকলে সেই সবচেয়ে বেশি পাশে থাকে।

আরও পড়ুন: জামাইষষ্ঠীর পুজো করবেন কখন, জেনে নিন ষষ্ঠীর তিথি লগ্নের খুঁটিনাটি

আরও পড়ুন: বিড়ালের নালিশেই নাকি শুরু হয়েছিল জামাইষষ্ঠীর পুজো? জানুন পুরাণের কাহিনি

অনেকের মতে, ভাইবোনের মতো বন্ধু জীবনে খুব কম হয়। তাই এই কথাও অনেকে বলেন, ভাই পাশে থাকলে যত বড় বিপদই হোক, তা ঠিক হয়ে যাবে। আবার অনেককে এও বলতে শোনা যায়, অনেক বন্ধু আছে, কিন্তু ভাই সেই একজন যার সাথে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। ভাই পাশে থাকলে কিছুটা সময়ের জন্য হলেও মনের সমস্ত উদ্বেগ দূর হয়ে যায়‌। বয়স ৮ বা ৮০ হোক, ভাইদের এই সম্পর্ক সব বয়সেই যেন এক থাকে।  ভাইদের মধ্যে পুরনো সম্পর্ক ফিরিয়ে আনতেই এই বিশেষ দিনটা পালন করা হয়। ছোখ থেকেই একজনের সঙ্গে তার ভাইয়ের একসঙ্গে অনেক স্মৃতি গড়ে উঠেছে, তাই তাদের ভুলে থাকা বা এড়িয়ে চলা সত্যি অসম্ভব।

আরও পড়ুন: পুরুষের বুকে বেশি লোম কীসের ইঙ্গিত? আসল সত্যিটা হয়তো অনেকেই জানেন না

 জাতীয় ভাই দিবস ২০২৩ ইতিহাস

জতীয় ভাই দিবস একুশ শতাব্দীর গোড়া থেকে পালন করা শুরু হয়। ২০০৫ সাল থেকে ২৪ মে জাতীয় ভাই দিবস হিসাবে পালন করা হয়। তবে এই  দিনটির উৎস এবং ইতিহাস সম্পর্কে খুব কমই জানা যায়। তবে আলাবামার সি ড্যানিয়েল রোডসের পরিবার এবং তাঁর ভাইদের সম্মান করার দিন হিসাবে পালন করা হয়‌। 

Read also  Covid-19 Surge: ছেড়েও ছাড়ছে না! আবার উৎপাত বাড়ছে কোভিডের, চিনে সপ্তাহে আক্রান্ত ৬ কোটির উপর

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

Source link