Makar sankranti wishes 2023: পৌষ সংক্রান্তির শুভ তিথিতে প্রিয়জনদের পাঠান উষ্ণ শুভেচ্ছা, রইল একাধিক শুভকামনা
মকর সংক্রান্তি হিন্দুদের পুজো পার্বণের মধ্যে অত্যন্ত শুভ একটি তিথি। এই দিনটি উপলক্ষে পৌষ পার্বণ পালিত হয় ঘরে ঘরে। এই বছর শুভ মকর সংক্রান্তির তিথি শুরু হচ্ছে ১৪ জানুয়ারি। সংক্রান্তির পূণ্যলগ্ন চলবে পরের দিন ১৫ জানুয়ারি পর্যন্ত। এই দিনের মধ্যেই পালিত হবে সূর্যদেবতাকে উৎসর্গ করে বিশেষ স্নান। এই দিন পূণ্যার্থীরা দীনদুখীদের দানধ্যান করে থাকেন।
এই দিন পিঠেপুলি তৈরির পাশাপাশি প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিনটির উদযাপন। আপনার প্রিয়জন ও আত্মীয়স্বজনকেও এই উপলক্ষে উষ্ণ শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন। এতে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে আপনার সম্পর্ক আরও নিবিড় হবে। এই প্রতিবেদনে থাকছে তেমনই কয়েকটি শুভেচ্ছাবার্তার হদিশ।
- আপনার মনের সকল ইচ্ছা ও আশা পূর্ণ হোক,অনেক সুখে শান্তিতে থাকুন। এই কামনা নিয়ে আপনাকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই।
- মকর সংক্রান্তির এই পবিত্র দিনে সুখে থাকুক সকলে, আসুন সবাই মনের দরজা খুলে, ভালোবাসায়, আনন্দে আজকের দিনটি কাটাই, শুভ মকর সংক্রান্তি।
- তোমার ও তোমার পরিবারের সকলের জন্য রইল মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা। শুভ মকর সংক্রান্তি।
- পৃথিবী থেকে দূরীভূত হোক সব পাপ ও অন্যায়, দুঃখকষ্ট, ব্যথাবেদনা, মকর সংক্রান্তির পূণ্য পার্বণে সবাইকে শুভেচ্ছা জানাই।
- মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণের পুণ্য লগ্নে তোমার এবং তোমার পরিবারের সুস্বাস্থ্য, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি!
- “তোমাকে ও তোমার পরিবারকে মকর সংক্রান্তির অসংখ্য শুভেচ্ছা! পৌষ পার্বণ খুব আনন্দে করে কাটাও।”
- এই পৌষ পার্বণের দিনে, তোমার জীবন সুখ-শান্তি এবং আনন্দে পরিপূর্ণ থাকুক। শুভ পৌষ সংক্রান্তি।
- পৌষ পার্বণের মতোই সুখময় হোক প্রতিটি দিন। সুন্দর হয়ে উঠুক তোমার জীবন, পূরণ হোক মনের সব চাওয়া-পাওয়া। শুভ পৌষ সংক্রান্তি।
- সমস্ত দুঃখ ভুলে গিয়ে পৌষ সংক্রান্তির আনন্দে মেতে উঠুক সবার মন । সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা ও অভিনন্দন।
- পৌষ পার্বণ সবার জীবনে নিয়ে আসুক আনন্দ আর সুখ, মুছে যাক বিষণ্ণতা আর দুঃখ। শুভ পৌষ সংক্রান্তি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup।