JAC 10th and 12th Results 2023: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত ঝাড়খণ্ডে, কীভাবে রেজাল্ট দেখবেন?
ঝাড়খণ্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এবার মাধ্যমিকে পাশের হার ঠেকেছে ৯৫.৩৮ শতাংশে। অন্যদিকে, উচ্চমাধ্যমিকের বিজ্ঞানের পাশের হার ৮১.৪৫ শতাংশ দাঁড়িয়েছে।
কীভাবে ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখবেন?
১) ঝাড়খণ্ড অ্যাকাডেমি কাউন্সিলের (Jharkhand Academic Council) অফিসিয়াল ওয়েবসাইট jac.jharkhand.gov.in-তে যেতে হবে।
২) হোমপেজে ‘Results of Examination – 2023’-তে ‘Results of Annual Secondary Examination – 2023 (published on 23-05-2023)’-তে ক্লিক করতে হবে।
৩) একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে ‘ROLL CODE’ এবং ‘ROLL NUMBER’ আছে। সেই তথ্য দিয়ে ‘Submit’ করতে হবে।
ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার ডিরেক্ট লিঙ্ক – ক্লিক করুন এখানে।
ঝাড়খণ্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার ডিরেক্ট লিঙ্ক – ক্লিক করুন এখানে