বাংলা নিউজ > কর্মখালি > IIT Placements 2022-23: প্রথমদিনেই ১ কোটি টাকার অফারের সংখ্যা ছাড়াল ৫০, বিদেশের সুযোগ ছাড়লেন অনেকেই
Updated: 05 Dec 2022, 09:59 AM IST
লেখক Ayan Das
IIT Placements 2022-23: শুরু হয়েছে ক্যাম্পাসিংয়ের মরশুম। তাতে প্রথমেই প্রত্যাশামতো ঝড় তুলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)। ক্যাম্পাসিং শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আইআইটি দিল্লিতে যেমন এক কোটি টাকার অফারের সংখ্যা ছাড়িয়েছে ৫০। দেখে নিন বিস্তারিত –
1/5ইতিমধ্যে ২০২২-২৩ সালের প্লেসমেন্ট বা ক্যাম্পাসিং শুরু হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লিতে। প্রথম কয়েক ঘণ্টায় প্রায় ৬৫০ টি পূর্ণ সময়ের কাজের অফার গ্রহণ করেছেন পড়ুয়ারা। প্রায় ৫৫০ টি ‘ইউনিক’ চাকরির (যে চাকরিতে সাধারণত বিশেষ দক্ষতা লাগে এবং কিছুটা আলাদা হয়) অফার গৃহীত হয়েছে। যে তালিকায় আছে ২৫০-র বেশি প্রি-প্লেসমেন্ট অফারও। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)2/5বার্ষিক এক কোটি টাকার বেশি চাকরির অফার গ্রহণ করেছেন কতজন? সূত্রের খবর, ভারতেই বার্ষিক এক কোটি টাকার বেশি প্যাকেজের চাকরির অফার গ্রহণ করেছেন ৫০ জনের বেশি পড়ুয়া। ব্রিটেন, আমেরিকা, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো দেশে কাজের অফার পেয়েছেন প্রায় ২০ জন। বিদেশে কাজের সুযোগ পেলেও ভারতেই চাকরি করার সিদ্ধান্ত নিয়েছেন পড়ুয়াদের একাংশ। (ছবিটি প্রতীকী)3/5কোন কোন সংস্থা প্লেসমেন্ট দিচ্ছে? আইআইটি দিল্লিতে বরাবরই শীর্ষস্থানীয় সংস্থা ক্যাম্পাসিংয়ের জন্য আসে। এবারও ব্যতিক্রম হয়নি। বাজাজ অটো, আমেরিকান এক্সপ্রেস, বস্টন কনসাল্টিং গ্রুপের মতো সংস্থাগুলি আইআইটি পড়ুয়াদের চাকরি প্রদানের জন্য নথিভুক্ত করেছে। একাধিক মহলের দাবি, ক্যাম্পাসিং প্রক্রিয়ায় প্রায় ৪০০ টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার তরফে ৮০০-র বেশি ধরনের চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)4/5এমনিতে বরাবরই ক্যাম্পাসিংয়ের বাজারে ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটির চাহিদা প্রবল থাকে। এবারই যেমন ক্যাম্পাসিংয়ের প্রথমদিনেই আইআইটি খড়্গপুরের এক পড়ুয়া ২.৬ কোটি টাকারও বেশি বার্ষিক প্যাকেজের অফার পেয়েছেন। আইআইটি কানপুরে শুধু প্রথমদিনেই বার্ষিক এক কোটি টাকার বেশি প্যাকেজের ৩৩ টি অফার দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)5/5উল্লেখ্য, ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২২’ (ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) অনুযায়ী, ভারতের সবথেকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান হল আইআইটি মাদ্রাজ। তিন নম্বরে আছে আইআইটি বোম্বে। চতুর্থ থেকে অষ্টম স্থান পর্যন্ত আছে যথাক্রমে আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, আইআইটি খড়্গপুর, আইআইটি রুরকি এবং আইআইটি গুয়াহাটি। অর্থাৎ ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সাতটিই হল আইআইটি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)