Human organ selling: বন্দির পাশাপাশি কিশোরের অঙ্গ নিয়েও চলছে দেদার ব্যবসা, চিনে সরকার চুপ কেন? প্রশ্ন

মানুষের অঙ্গ নিয়ে ব্যবসা। জ্যান্ত মানুষের শরীর থেকে বার করে আনা। চিনের এই ব্যবসা বেড়েই চলেছে উত্তরোত্তর। জেলে বন্দি জীবিত মানুষের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বার করে তা নিয়ে চলেছে বড়ো স্তরের ব্যবসা। সম্প্রতি ভয়েসেস এগেনেস্ট অটোক্রেসির একটি রিপোর্টে ধরা পড়ে এমন তথ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে জড়িত আধিকারিক ও বিভিন্ন সরকারি স্বাস্থ্য দফতরের এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এমন অমানবিক ও নৃশংস ধান্দা যথাযথ ব্যবস্থা নিয়ে বন্ধ করা উচিত বলে দাবি তুলল ওয়াকিবহল বিশেষজ্ঞরা।

চিনের অঙ্গ বিক্রির ব্যবসা সম্প্রতি নতুন মাত্রা পেয়েছে বলে দাবি করছে এই রিপোর্ট। বলা হচ্ছে, চিনের সরকারি আধিকারিক ও স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানগুলি ব্যবসার বাড়ানোর লোভে হাত বাড়িয়েছে শিশুদের দিকে। গরিব পরিবার থেকে কিশোর বয়সিদের অপহরণ করে নিয়ে আসা হচ্ছে। এরপর তাদের মেরে অঙ্গ বার করে নিয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে নির্দিষ্ট বাজারে।

১৯৮০ সাল পর্যন্ত সদ্য ফাঁসি হওয়া আসামি ও রাজনৈতিক বন্দিরাই এমন নৃশংস ব্যবসার শিকার হতেন। ফাঁসির পর বা বন্দি করার পর তাদের অঙ্গ বার করে নিয়ে চড়া দামে বেচা হত বাজারে। পরে পরিস্থিতি বদলে যায়। চিনা প্রেসিডেন্ট জিয়াং জেমিন ধ্যান ও যোগব্যায়ামের সংস্থা ফালুন গঙের বিরুদ্ধে দেশজোড়া নিষেধাজ্ঞা জারি করে। ফালুন গং সংস্থার নীতি ছিল ছিল ধ্যান ও যোগ ব্যায়ামের মাধ্যমে একটি সুস্থ জীবনযাপন করা। এছাড়াও তাদের তরফে ধূমপান ও মদ্যপান ছাড়ার পরামর্শ দেন।

গাটম্যানের তরফে উইঘুর ডিটেনশন ক্যাম্পের একটি স্যাটেলাইট ছবিও প্রকাশ করা হয়। এছাড়া, বিশ্বস্ত প্রত্যক্ষদর্শীর কাছ থেকেও খবর পেয়েই তৈরি এই রিপোর্ট। স্যাটেলাইট ছবিতে দেখা যায়, ২০১৮ সালের পর প্রতিটি ক্যাম্পের সঙ্গে নয়টি দাহ করার জায়গা তৈরি হয়েছে। এছাড়াও, জানা গিয়েছে প্রতিটি স্থানেই ৫০ জন করে প্রহরী রয়েছে। পেশায় চিকিৎসক এনভার তোহতি জানাচ্ছেন, তিনি যখন চিকিৎসা করতেন তখন ভাবতেন বন্দিদের শরীর থেকে কিডনি লিভার বার করে এনে যে রোগীর প্রয়োজন, তাকে দেওয়া বেশ ভালো কাজ। তবে পরে যখন তিনি ব্রিটেনে চলে আসেন তখন বুঝতে পারেন এটি একটি অপরাধ। মানবতার প্রতি এমন অপরাধের শাস্তি হওয়া উচিত।

Read also  Viral post: ছোট্টবেলার এই জিনিসগুলি নেট দুনিয়ায় দেখেই নস্টালজিক নেটিজেনরা, আপনি দেখেছেন কি

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link