Health index: করোনাকালে কোন রাজ্যে সেরা স্বাস্থ্য পরিষেবা পাওয়া গিয়েছে? কী বলছে রিপোর্ট

প্রকাশিত হল ২০২০-২১ সালের দেশের বার্ষিক ‘হেলথ ইনডেক্স’। NITI Aayog-এর এই তালিকা থেকে বোঝা যাচ্ছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে দেশের কোন রাজ্যের অবস্থান কোথায়? ‘বৃহত্তর রাজ্য’গুলির মধ্যে থেকে তালিকার একেবারে প্রথম প্রথেই রয়েছে দক্ষিণ ভারতের তিন রাজ্য। ‘ক্ষুদ্রতর রাজ্য’গুলির মধ্যে একেবারে গোড়ায় রয়েছে ত্রিপুরা। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে স্বাস্থ্য পরিষেবার নিরিখে একেবারে তলায় রয়েছে দিল্লি। প্রায় ২৪টি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের উপর ভিত্তি করে এই পরিসংখ্যানটি চালানো হয়। গত বছরের ডিসেম্বর মাসে এই পরিসংখ্যানটি প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু তার চেয়ে কিছু বেশি সময় লাগল।

কী আছে এই তালিকায়? দেখে নেওয়া যাক, গুরুত্বপূর্ণ বিষয়গুলি। জানা গিয়েছে ? ‘বৃহত্তর রাজ্য’গুলির মধ্যে থেকে তালিকার একেবারে প্রথম প্রথেই রয়েছে দক্ষিণ ভারতের তিন রাজ্য। কেরল, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা। আর তালিকার একেবারে তলার দিকে রয়েছে বিহার, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ। ‘ক্ষুদ্রতর রাজ্য’গুলির মধ্যে একেবারে গোড়ায় রয়েছে ত্রিপুরা। তার পরে সিকিম এবং গোয়া। ৮টি ‘ক্ষুদ্রতর রাজ্য’-এর মধ্যে শেষ তিনে রয়েছে মণিপুর, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড।

(আরও পড়ুন: ছেড়েও ছাড়ছে না! আবার উৎপাত বাড়ছে কোভিডের, চিনে সপ্তাহে আক্রান্ত ৬ কোটির উপর)

এই তালিকায় কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার হালও জানানো হয়েছে। আগেই বলা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে একেবারে শেষ রয়েছে দিল্লির নাম। আর একেবারে প্রথমে রয়েছে লাক্ষাদ্বীপের নাম।  

এই ‘হেলথ আউটকামস’ নির্ধারনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিচার করে দেখা হয়। এর মধ্যে রয়েছে নবজাতকের মৃত্যুর হার, মোট প্রজননের হার, জন্মের সময় লিঙ্গ অনুপাত, টিকা দেওয়ার হার, হাসপাতালে প্রসবের অনুপাত, যক্ষ্মা রোগের চিহ্নিতকরণের হার এবং অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপিতে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার অনুপাত।

(আরও পড়ুন: নরওয়ে-আলাস্কা হয়ে গেল নাকি কলকাতা! আকাশে সবুজ আলো কি অরোরা বোরিয়ালিস)

এছাড়াও ‘কি ইনপুট/প্রসেস’ নামক একটি পদ্ধতিতেও বিচার করে দেখা হয়। সেটি হল স্বাস্থ্য পরিকাঠামোর একটি পরিমাপ। এর মধ্যে রয়েছে রোজ সারা ক্ষণ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিষেবা প্রদানের হার, কার্যকরী কার্ডিয়াক কেয়ার ইউনিট-সহ জেলাগুলি এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীর পদে শূন্যপদের অবস্থা। এই সব বিষয়গুলিকে বিচার করেই NITI Aayog-এর এই তালিকাটি তৈরি করা হয়েছে। 

Read also  International Mothers Day: আন্তর্জাতিক মাতৃদিবসে মাকে জানান মনের সেরা অনুভূতি, পাঠান উষ্ণ শুভেচ্ছা

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

 

Source link