বাংলা নিউজ > টুকিটাকি > H3N2 virus effect: মারাত্মক এই ভাইরাসের সংক্রমণে নষ্ট হতে পারে কিডনি, কাদের ঝুঁকি বেশি জানেন
Updated: 16 Mar 2023, 11:32 AM IST
Sanket Dhar
H3N2 virus effect: কোভিডের পর যেন নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এইচ৩এন২ ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণে একাধিক অঙ্গও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন কোন অঙ্গের ক্ষতির আশঙ্কা বেশি জেনে নিন।
1/6কোভিডের পর কি নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এইচ৩এন২ ভাইরাস? সম্প্রতি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দিনের পর দিন। এমনকী মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে দেশের নানা প্রান্ত থেকে। (HT_PRINT)2/6এইচ৩এন২ ভাইরাস সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেরই একটি স্ট্রেইন। গত দুই বছরে কোভিডের জন্য অনেকটাই কম ছিল বাইরে বেরনো। এতেই কমে গিয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। (HT_PRINT)3/6এইচ৩এন২ ভাইরাস আট থেকে আশি যেকোনও বয়সের রোগীদেরই হতে পারে। তবে কিছু বিশেষ রোগীদের শরীরে আরও জটিল আকার ধারণ করছে এই ভাইরাস। ফুসফুসের সংক্রমণ হলেও ক্ষতি করছে অন্যান্য অঙ্গের। (HT_PRINT)
4/6কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সৌরভ যোশী জানাচ্ছেন, ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যার মতো ক্রনিক সমস্যা আগে থেকে থাকলে এইচ৩এন২ ভাইরাস মারাত্মক আকার ধারণ করছে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে বেশ ক্ষতি করছে কিডনির। (HT_PRINT)5/6দেখা যাচ্ছে, বয়স্কদের শরীরে এইচ৩এন২ ভাইরাস সংক্রমণ হলে কিডনি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর থেকে অন্য ব্যাকটেরিয়া আক্রমণের আশঙ্কা বেড়ে যায়। এমনকী অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে। (HT_PRINT)6/6এইচ৩এন২ ভাইরাসের সাধারণ উপসর্গগুলির মধ্যে শ্বাসকষ্ট, বমি, উচ্চমাত্রায় জ্বর, শরীর জল কমে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়। এমনকী গুরুতর ক্ষেত্রে বুকে ব্যথা, শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়। (HT_PRINT)