বাংলা নিউজ > টুকিটাকি > Five things to be lost: কয়েক বছর পর আর হয়তো দেখতেই পাবেন না, পৃথিবী থেকে চিরতরে ফুরোচ্ছে এই ৫ জিনিস
Updated: 18 Mar 2023, 07:30 PM IST
Sanket Dhar
Five things to be lost: আপনার আশেপাশেই রয়েছে এগুলি। অথচ কয়েক বছর পর আর দেখতেই পাবেন না। পৃথিবী থেকে চিরতরে ফুরিয়ে যাচ্ছে ৫টি জিনিস।
1/6আপনার আশেপাশেই রয়েছে এগুলি। অথচ কয়েক বছর পর আর দেখতেই পাবেন না। পৃথিবী থেকে চিরতরে ফুরিয়ে যাচ্ছে ৫টি জিনিস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)2/6বালি: পৃথিবী থেকে হু হু করে কমে যাচ্ছে বালির পরিমাণ। প্রাকৃতিক উপায়ে যে পরিমাণ বালি তৈরি হয়, তার থেকে অনেক বেশি বালি মানুষের কাজে লাগে। ঘরবাড়ি ছাড়াও বড় বড় নির্মাণে বালি লাগে। কাঁচ ও মোবাইল ফোন তৈরিতেও এটি লাগে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)3/6মাটি: WWF নামের এক আন্তর্জাতিক সংস্থার মতে, মাটির ভাগও পৃথিবী থেকে কমে যাচ্ছে দিন দিন। গত ১৫০ বছরে বিশ্বের মোট ভূমির অর্ধেকের বেশি হারিয়ে গিয়েছে। এদিকে এক ইঞ্চি পুরু মাটি প্রাকৃতিকভাবে তৈরি হতে সময় লাগে ৫০০ বছর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
4/6কলা: আমরা যে কলা খাই, তা ক্যাভেন্ডিস জাতের। এই কলাগাছেই দেখা দিচ্ছে ছত্রাক। যা কলাগাছ নষ্ট করে দেয়। কলাগাছ সরাসরি একটি কলাগাছ থেকেই আসে। বাকি সব ক্লোন করা গাছ। তাই ওই ছত্রাকেই নষ্ট হতে পারে কলা গাছ। ১৯৫০ সালে এমনটা হয়েছিল একবার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)5/6হিলিয়াম: হিলিয়াম গ্যাসের সম্পদ সীমিত। মাটির নিচ থেকে এটি উত্তোলন করা হয়। দেখা গিয়েছে, মাটির তলায় আর ৩০ থেকে ৫০ বছরের রসদ মজুত আছে। যা শেষ হলে হিলিয়াম গ্যাস শেষ বলা যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)6/6ফসফরাস: মানুষের ডিএনএ তৈরিতে মুখ্য ভূমিকা নেয় ফসফরাস। এটি কৃষির জন্যও জরুরি। ফসফরাসের খনিগুলিতে দিন দিন শেষ হয়ে আসছে মজুত সম্পদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)