বাংলা নিউজ > টুকিটাকি > Dog Care Tips: বেশি ভালোবেসে পোষ্য সারমেয়টিকে এসব খাবার দিচ্ছেন? মনে রাখবেন এগুলি ওদের জন্য বিষ
Updated: 03 Feb 2023, 04:35 PM IST
Tulika Samadder
সারমেয়র ডায়েটে দিতে হবে কড়া নজর। নচেত দেখা দিতে পারে নানা সমস্যা। দেখুন কোন কোন খাবার আপনার চারপেয়ে সন্তানটির পক্ষে খুব ক্ষতিকর-
1/5পোষ্যপ্রেমিক হিসেবে নিজেকে পরিচয় দেন সবার কাছে! কিন্তু আসল কিছু ব্যাপারই আপনার জানা না থাকে যদি তাহলে মাটি হতে পারে সব ভালোবাসা। আমরা ভারতীয়রা বাড়ির সারমেয়দের ভালোবেসে এমন অনেক খাবারই দিয়ে থাকি যা তাঁদের জন্য খুব ক্ষতিকর। তাই এখন থেকে সাবধান হয়ে যান। 2/5মিষ্টি জাতীয় খাবার যেমন কেক, পেস্ট্রি, চকোলেট, চিজ, ক্রিম, মানুষের খাবার বিস্কুট, কিসমিস, চিনি, গুড় বা স্যাকারিন মেশানো খাদ্য বা অ্যালকোহল মেশানো আছে এরকম কোনও খাবার দেওয়া যাবে না আপনার পোষ্যকে। 3/5নোনতা জাতীয় খাদ্য যেমন তেলেভাজা, নোনতা বিস্কুট, চাউমিন, যে কোনও ধরনের স্ন্যাক্স, নুন-তেল-মশলা দিয়ে রান্না করা মাছ-মাংস-সবজিও কখনোই দেওয়া উচিত নয় পোষ্যকে। 4/5ছানা ও টক দই ছাড়া দুগ্ধ জাতীয় খাবার যেমন মিষ্টি দই, চিজ, পনির, সন্দেশ, রসগোল্লা, পায়েস, ঘি, মাখনের মতো খাবারও কিন্তু দেবেন না ওদের। 5/5ফলের মধ্যে দেওয়া চলবে না জাম, জামরুল, আঙুর, অ্যাভোকাডো, কার্বোহাইড্রেটে পাকানো আম, যে কোনও ধরনের টক-জাতীয় লেবু।