Dengue Kolkata: ডেঙ্গু মানেই লাগবে প্লেটলেট? কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ডেঙ্গুর সমস্যায় মাঝে মাঝেই জেরবার হয় এই রাজ্য। তেমনই এখন সারা শহর জুড়ে ডেঙ্গুর প্রকোপ। এই নিয়ে সরকারের তরফে বিভিন্ন সময় নানা সতর্কতাও জারি করা হয়েছে। এর মধ্যেই স্বাস্থ্য দফতর থেকে আবারও জারি হল গুরুতর নোটিশ। দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু হলেই প্লেটলেট ট্রান্সফিউশন জরুরি নয়। সরকারি ও বেসরকারি সব হাসপাতালেই এই নোটিশ পাঠানো হয়েছে।

স্বাস্থ্য দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, অনেক হাসপাতালই প্লেটলেট কমে গেলে রোগীকে প্লেটলেট দিচ্ছে। প্লেটলেট সংখ্যা বাড়লেও এই পদ্ধতিটি আদর্শ চিকিৎসা নির্দেশিকার বিরোধী। প্লেটলেট ১০০০০ থেকে কমে গেলে তখনই শুধু প্লেটলেট দেওয়া উচিত। অনেক হাসপাতাল এই নিয়মটা মানছেন না। এতে পরে সমস্যা হতে পারে। ভবিষ্যতে সত্যি সত্যি প্রয়োজন পড়লে প্লেটলেটের ঘাটতি হতে পারে, এমনকি এর জোগান নাও থাকতে পারে।

প্লেটলেট কী করে?

রক্তের এই বিশেষ কণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্লেটলেট কমে গেলে রক্ত সহজে জমাট বাঁধে না। এতেই বাড়ে বিপদ। হঠাৎ কোনওকারণে রক্তপাত হলে অনেকটাই রক্তক্ষরণ হতে পারে।

কেন এই নিষেধাজ্ঞা?

স্বাস্থ্য দফতর জানাচ্ছে, প্লেটলেট কমে গেলে বাইরে থেকে কৃত্রিম উপায়ে রোগীকে প্লেটলেট দেওয়া হয়। তবে‌ প্লেটলেট সংখ্যা ১০০০০-এর নীচে নামলে তখনই এটি দেওয়া উচিত। অন্তত তেমনটাই ভারত সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসার নিয়ম।

অহেতুক প্লেটলেট দিলে কী হতে পারে?

ডেঙ্গুতে প্লেটলেট ট্রান্সফিউশন জরুরি হলেও এর বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে‌। প্লেটলেট ট্রান্সফিউশন মানে কৃত্রিম উপায়ে শরীরে কিছু বিজাতীয় কণিকার প্রবেশ। এর সঙ্গে শরীর মানিয়ে নিতে সময় নেয়। পাশাপাশি ট্রান্সফিউশনের ফলে বিভিন্ন সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায়। প্রায়ই রোগীর শরীরে এই পার্শ্বপ্রতিক্রিয়া ও সংক্রমণ দেখা দেয়।

রাজ্য সরকারের তরফে আগেই ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। এই দলটি শুক্রবার বেসরকারি হাসপাতালের চিকিৎসকের সঙ্গে একটি বৈঠকেও বসে। বৈঠকে ম্যালেরিয়া ও ডেঙ্গুর পরীক্ষা ও চিকিৎসার প্রোটোকল নিয়ে বিস্তারিত আলোচনা হয়‌। বৃহস্পতিবার একইরকম বৈঠক সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়েও করা হয়েছিল।

Read also  WhatsApp new feature 2023: ভুলভাল মেসেজ পাঠিয়ে ঝামেলায় পড়েছেন? চাপ নেই আর! দুর্দান্ত ফিচার আনল হোয়াটসঅ্যাপ

Source link