CBSE Class 12 Board Exam 2023 Revised Dates: দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নিয়ে বড় ঘোষণা CBSE-র, না জানলে হবে বড় সমস্যা
দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করল সিবিএসই। যে পরীক্ষা আগামী ৪ এপ্রিল হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা ২৭ মার্চ হতে চলেছে। বাকি পরীক্ষার সূচি অপরিবর্তিত আছে বলে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি বোর্ডের (সিবিএসই) তরফে জানানো হয়েছে।
কেন্দ্রীয় বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে। ১৫ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চ, ৪ মার্চ, ৬ মার্চ, ৯ মার্চ, ১০ মার্চ, ১১ মার্চ, ১৩ মার্চ, ১৪ মার্চ, ১৬ মার্চ, ১৭ মার্চ, ১৮ মার্চ, ২০ মার্চ, ২১ মার্চ, ২২ মার্চ, ২৩ মার্চ, ২৫ মার্চ, ২৭ মার্চ, ২৮ মার্চ, ২৯ মার্চ, ৩১ মার্চ, ১ এপ্রিল, ৩ এপ্রিল এবং ৫ এপ্রিল পরীক্ষা হবে।
আরও পড়ুন: JEE Main Criteria Restored: JEE Main-এ ফিরল পুরনো নিয়ম! দ্বাদশে শুধু পাশ করলেই হওয়া যাবে না কলেজে ভরতি
দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে সিবিএসইয়ের নির্দেশিকা
১) সিবিএসইয়ের তরফে জানানো হয়েছে, সকাল ১০ টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। কোনও কোনও পরীক্ষা চলবে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত। আবার কোনও পরীক্ষা বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
২) প্রশ্নপত্র পড়ার জন্য পড়ুয়াদের ১৫ মিনিট দেওয়া হবে।
৩) ফোন বা কোনও কমিউনিকেশন ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
৪) অ্যাডমিট কার্ডে দেওয়া যাবতীয় নির্দেশিকা মেনে চলতে হবে পড়ুয়াদের।
আরও পড়ুন: WBJEE 2023 Dates: কবে হবে ২০২৩ সালের রাজ্য জয়েন্টের পরীক্ষা? ঘোষণা করল বোর্ড
আরও পড়ুন: Janhvi Shaw of South Point School: জয়েন্টে চতুর্থ, CBSE-তে ৯৯% নম্বর- জাহ্নবীর ছটায় সর্বত্র উজ্জ্বল সাউথ পয়েন্ট
সেইসঙ্গে কেন্দ্রীয় বোর্ডের (Central Board of Secondary Education বা CBSE) তরফে জানানো হয়েছে, যাবতীয় তথ্যের যেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা যেন নিয়মিত সিবিএসইয়ের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে নজর রাখেন। বোর্ড পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইটেও নজর রাখুন। বোর্ড পরীক্ষার সব খবর পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।