Breast cancer treatment: বাড়ছে স্তনের ক্যানসারে আক্রান্তের সংখ্যা, কাদের ঝুঁকি বেশি? চিকিৎসা হয় কীভাবে

স্তন ক্যানসার এখন ভারতীয় মহিলাদের মধ্যে বেড়ে চলেছে। বেশ কিছু সমীক্ষা অনুযায়ী, ভারতে এই রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না বলে বাড়ছে মৃত্যুর হার। এই প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্তন ক্যানসার কীভাবে প্রাথমিক পর্যায়ে বোঝা সম্ভব। পাশাপাশি কোন পর্যায়ে কীভাবে এর চিকিৎসা করা হয়, তারও বিস্তারিত হদিশ থাকছে।

কীভাবে বোঝা সম্ভব?

প্রাথমিক পর্যায়ে লাম্পের আকার এক সেমি বা তার থেকে কম হয়। স্তন ফ্যাটি অঙ্গ হওয়ায় এই লাম্পটি প্রথমে বোঝা যায় না। তাই চল্লিশ বছর বয়সের পর প্রত্যেক মহিলার বছরে একবার করে ম্যামোগ্ৰাম টেস্ট করানো উচিত। নিয়মিত এই টেস্ট করালে প্রাথমিক পর্যায়েই রোগটি নির্ণয় করা সম্ভব।

কোন পর্যায়ে কেমন চিকিৎসা?

প্রাথমিক পর্যায়: ক্যানসারের প্রথম পর্যায়ে সার্জারির মাধ্যমে লাম্পটি বের করা হয়। এতে সম্পূর্ণ স্তনের কোনও ক্ষতি ছাড়াই অস্ত্রপচার করা হয়। তবে বগলের দিকে ক্যানসার কোষ ছড়িয়ে পড়লে সেন্টিনেল নোড বায়োপ্সি করতে হয়। রোগীর আয়ু বাড়ানোর জন্য এটি জরুরি। এই বায়োপ্সির উপর ভিত্তি করে ঠিক করা হয়, কোন থেরাপি রোগীর জন্য উপযুক্ত। মূলত কেমো ও হরমোন, এই দুই ধরনের থেরাপি এই সময় চিকিৎসকরা করে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্রেস্ট কনজারভেটিভ থেরাপির মাধ্যমেই চিকিৎসা সফল হয়। বগল বা শরীরের পাশের দিকে ক্যানসার ছড়িয়ে পড়লে অন্য থেরাপির আশ্রয় নিতে হয়‌।

গুরুতর পর্যায়: যেকোনও ক্যানসার চিকিৎসা তিনটি পর্যায়ে হয়। অস্ত্রপচার, কেমোথেরাপি ও রেডিয়েশন। স্তন ক্যানসারে লাম্প গুরুতর আকার ধারণ করলে সম্পূর্ণ স্তন বাদ দেওয়া ছাড়া উপায় থাকে না। চিকিৎসকরা চেষ্টা করেন, এটিকে বাঁচিয়ে চিকিৎসা করার। কারণ স্তনের সঙ্গে মহিলাদের মানসিক ভারসাম্যও ভীষণভাবে জড়িত থাকে। তবে গুরুতর অবস্থায় সম্পূর্ণ অঙ্গ বাদ দেওয়া ছাড়া উপায় থাকে না। এর পাশাপাশি অন্য কোন কোন অঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়েছে তা দেখে সেইমতো রেডিয়েশন থেরাপি দেওয়া হয়। কেমোথেরাপি অনেক সময় অস্ত্রপচারের আগে দেওয়া হয়। এছাড়া প্রয়োজন মাফিক চিকিৎসকরা টার্গেটেড থেরাপিও ব্যবহার করেন। একেবারে চূড়ান্ত পর্যায়ে এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই করা হয় রোগীর আয়ু বৃদ্ধির জন্য। এই পর্যায়ে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা মুশকিল।

Read also  সমস্যা এড়াতে বসন্ত পঞ্চমিতে ভুল করেও করবেননা এই কাজ! । basant panchami 2023 what not to do for better career and studies

 

 

Source link