Bihar government: রমজান মাসে তাড়াতাড়ি সরকারি অফিস ছুটি এই রাজ্যে, মুসলমান কর্মীদের বিশেষ সুবিধা

রমজান মাস শুরু হতে আর কয়েকদিন বাকি‌। তার আগেই মুসলিম কর্মীদের জন্য বিলেষ ঘোষণা করল বিহার সরকার‌। সমস্ত সরকারি অফিসে কর্মরত মুসলিমদের জন্য অফিসের সময়সীমা এগিয়ে আনা হল। বিহার সরকারের তরফে ১৭ মার্চ একটি নির্দেশিকা জারি করা হয়। তাতেই বলা হয়, মুসলিম কর্মীরা রমজান মাসে একঘন্টা আগে অফিসে এসে হাজিরা দিতে পারেন। এছাড়াও নির্ধারিত সময়ের এক ঘন্টা আগেই অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে যেতে পারেন। বিহার সরকারের রাজ্য সরকারি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে এই নির্দেশিকা জারি করা হয়। দুই পাতার ওই নির্দেশিকায় বলা হয়, বিহার সরকারের তরফে এই রমজান মাসে সরকারের সমস্ত মুসলিম কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়া হবে। রমজানের এই পবিত্র মাসে তারা অফিসে একঘন্টা আগে হাজিরা দিতে পারবেন। অন্যদিকে নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে অফিস ছাড়তে পারবেন।

আরও পড়ুন: রমজানের পবিত্র মাসে সেহরি ও ইফতারের সময় কখন, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন: কোন কোন ভুলে বাতিল হয় রোজা? রোজার বদলে কারা ফিদিয়া করতে পারেন? জেনে নিন নিয়ম

রমজানের পবিত্র মাসে ভোরে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে খাওয়াদাওয়া করে নিতে হয় মুসলিমদের।‌এই বিশেষ খাওয়ার রীতিকে সেহরি বা সুহুর বলে। সূর্য ওঠার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনও খাওয়াদাওয়া করা যায় না। এমনকি জলপানও নিষিদ্ধ। আবার সূর্যাস্ত হলে নামাজ পড়ে খাওয়াদাওয়া করা যায়। এই খাওয়াদাওয়াকে ইফতার বলা হয়। এই সময় অনেকটা সময় উপোস করে থাকতে হয় বলেই এই বিশেষ নিয়ম আনল বিহার সরকার। তবে সমাজ মাধ্যমে এই নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে।

আরও পড়ুন: ভারতে কবে থেকে শুরু পবিত্র রমজান মাস? কবে দেখা যাবে চাঁদ, জেনে নিন বিশদে

সংবাদ সংস্থা এএনআই টুইটারে পোস্ট করার পরে পরেই শুরু হয় প্রবল সমালোচনা। এক নেটিজেন লেখেন, হিন্দুদেরও নবরাত্রি চলছে। ‌নয় দিন উপোস থেকে তাদের দিন কাটাতে হবে। তাদের কী হবে! তাদের জন্য কেনও কোনও ছাড় নেই! স্পষ্টতই এই নির্দেশিকায় এক ধর্ম সম্প্রদায়ের দিকে সরকারের ঝোঁক দেখছেন অনেকে।

Read also  ১৪০ দিনের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমণ! বাড়ছে মৃত্যু, বাড়ছে আতঙ্কও...Corona Cases In India India reports one thousand three hundred new Covid cases highest in almost five months time span

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link