Best Travel Destination: পৃথিবীর সেরা বেড়ানোর জায়গার মধ্যে দুটো ভারতের! একটা আবার কলকাতার খুব কাছেই

কোভিডের কারণে পর্যটন শিল্পে ব্যাপক টান পড়েছিল। বেড়াতে যাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল প্রত্যেকের। কিন্তু কোভিড সংকট কেটে গিয়ে পরিস্থিতি আবার স্বাভাবিক হওযার দিকে এগিয়েছে অনেকটাই। এবং এরই সঙ্গে বাড়ছে পর্যটনের পরিমাণও। চলতি বছরে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো পর্যটনের স্থানগুলি কী কী হতে চলেছে? এই বিষয় নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় এক পত্রিকা। সেই টাইম পত্রিকার তরফে চলতি বছরের সেরা ৫০ বেড়ানোর জায়গার নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছে ভারতের দু’টি জায়গা। আন্দাজ করতে পারেন, সেই দু’টি কী কী। 

এই দু’টি নামের মধ্যে একটি আন্দাজ করা খুব একটা কঠিন নয়। সারা ভারতের সব পর্যটনপ্রেমীর কাছেই ভারতের এই জায়গাটি অত্যন্ত প্রিয়। কেউ কেউ ইতিমধ্যেই এক বা একাধিক বার গিয়েছেন, বাকিরা কখনও না কখনও যাবেন বলে ভেবে রেখেছেন। হ্যাঁ, এই জায়গাটির নাম লাদাখ। কিন্তু দ্বিতীয়টি জায়গাটির নাম আন্দাজ করা অতটাও সহজ নয়। বলে রাখা দরকার, এটি আবার কলকাতা থেকে খুব একটা দূরেও নয়।

এই জায়গাটি হল ওড়িশার ময়ূরভঞ্জ। মালভূমি এলাকাটি ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রের মধ্যে আগে না থাকলেও হালে এটির জনপ্রিয়তা বেড়েছে। এমনকী বিদেশের পর্যটকদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে এটি। এবার দেখে নেওয়া যাক টাইম পত্রিকার তালিকায় থাকা ৫০টি জায়গার নাম। 

১।  টাম্পা, ফ্লোরিডা

২। উইলামেট ভ্যালি, ওরেগন

৩। রিও গ্র্যান্ডে, পি. আর.

৪। টাকসন, অ্যারিজোনা

৫। ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক, ক্যালিফোর্নিয়া

৬। বোজেম্যান, মন্টানা

৭। ওয়াশিংটন, ডি.সি.

৮। ভ্যাঙ্কুভার

৯। চার্চিল, ম্যানিটোবা

১০। ডিজন, ফ্রান্স

১১। পানতেলেরিয়া, ইতালি

১২। নেপলস, ইতালি

১৩। আরহাস, ডেনমার্ক

১৪। সেন্ট মরিটজ, সুইজারল্যান্ড

১৫। বার্সেলোনা, স্পেন

১৬। টিমিসোরা, রোমানিয়া

১৭। সিল্ট, জার্মানি

১৮। বেরাত, আলবেনিয়া

১৯। বুদাপেস্ট, হাঙ্গেরি

২০। ভিয়েনা, অস্ট্রিয়া

২১। ব্রিসবেন, অস্ট্রেলিয়া

২২। ক্যাঙ্গারু আইল্যান্ড, অস্ট্রেলিয়া

২৩। ডমিনিকা

২৪। মেক্সিকো সিটি

২৫। গুয়াদালাজারা, মেক্সিকো

২৬। টরেস দেল পেইন ন্যাশনাল পার্ক, চিলি

Read also  5 Most Stylish Saree Trends 2022: অর্গ্যাঞ্জা থেকে অমব্রে, এবারের শরীর বাজার কাঁপাল কোন শাড়িগুলো

২৭। প্যান্টানাল, ব্রাজিল

২৮। মেডেলিন, কলম্বিয়া

২৯। ওলানতাইটাম্বো, পেরু

৩০। রোটান, হন্ডুরাস

৩১। লাদাখ, ভারত

৩২। ময়ূরভঞ্জ, ভারত

৩৩। কিয়োটো

৩৪। নাগোয়া, জাপান

৩৫। ইসান, থাইল্যান্ড

৩৬। ফুকেত, থাইল্যান্ড

৩৭। জেজু দ্বীপ, দক্ষিণ কোরিয়া

৩৮। লুয়াং প্রাবাং, লাওস

৩৯। গিজা এবং সাক্কারা, মিশর

৪০। চিয়ুলু পাহাড়, কেনিয়া

৪১। মুসানজে, রুয়ান্ডা

৪২। রাবাত, মরক্কো

৪৩। ডাকার, সেনেগাল

৪৪। লোয়াঙ্গো ন্যাশনাল পার্ক, গ্যাবন

৪৫। ফ্রিটাউন পেনিনসুলা, সিয়েরা লিওন

৪৬। ​​লোহিত সাগর, সৌদি আরব

৪৭। আকাবা, জর্ডন

৪৮। জেরুজালেম

৪৯। শারজাহ, সংযুক্ত আরব আমিরশাহি

৫০। তুয়ামোতু দ্বীপপুঞ্জ, ফরাসি পলিনেশিয়া

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link