Aishwarya Rai: এয়ারপোর্টে ঐশ্বর্যকে আরাধ্যার সঙ্গে দেখা গেল একদম নতুন লুকে, দেখুন বিস্তারিত

মুম্বাই এয়ারপোর্টে রবিবার দেখা গেল ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন এবং তাঁদের কন্যা আরাধ্যাকে। বরাবরের মতো এবারও ঐশ্বর্য একটি হালকা পোশাক পরেছিলেন। মেয়ে আরাধ্যার হাত ধরা ছিল তাঁর হাতে। দীপাবলি এবং ভাইফোঁটার সময় তাঁরা সপরিবারে কোথাও বেড়াতে গিয়েছিলেন। কোথায়? সেটা অজানা।

এয়ারপোর্টে সেদিন ঐশ্বর্যকে দেখা যায় নীল সাদা স্ট্রিপ দেওয়া লম্বা শার্টে। সঙ্গে পরনে ছিল কালো লেগিংস এবং জুতো। তাঁর হাতে একটি বেইজ রঙের ব্যাগ ধরা ছিল। সঙ্গে ছিল তাঁর কন্যা। আরাধ্যার হাত ধরে ছিলেন তিনি। আরাধ্যার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের জামা এবং কালো প্যান্ট। অভিষেকের পরনে ছিল গ্রে শার্ট এবং কালো প্যান্ট।

ঐশ্বর্যর ছবি পন্নিয়ন সেলভান ১ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এবং এই ছবি এখন দারুন ব্যবসা করছে। মনি রত্নম পরিচালিত এই ছবিতে তাঁকে দেখা গিয়েছে রানি নন্দিনী দেবীর চরিত্রে। চলতি বছরের তৃতীয় সর্বাধিক ব্যবসা করার তকমা পেয়েছে এই ছবি। সমালোচক থেকে দর্শক সকলেই এই ছবির প্রশংসা করছে।

ঐশ্বর্য সে সমস্ত ব্যঙ্গ বিদ্রুপকে মোটেই পাত্তা দেননি যা তাঁকে শুনতে হয়েছে মেয়ের হাত ধরে বেরোনোর জন্য। দুই হাত দিয়ে মেয়ের হাত ধরেই তিনি আরাইভ্যাল গেট দিয়ে বাইরে আসেন এয়ারপোর্টের।

দীপাবলির ঠিক পর পর বেড়াতে যাওয়ার আগে তাঁদের বাড়িতে একটি বড় পার্টির আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন করণ জোহর, শাহরুখ খান, গৌরী খান, অনুপম খের, প্রমুখ।

একদিকে যখন অভিষেকের ঘরণীর ছবি দারুন জনপ্রিয়তা পাচ্ছে তখন তাঁর একটি ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ্যে এল। ট্রেলারের নাম ব্রিদ: ইন্টো দ্যা শ্যাডো সিজন ২। এই ওয়েব সিরিজের পরিচালক হলেন ময়াঙ্ক শর্মা। অভিষেকের সঙ্গে এখানে দেখা যাবে অমিত সাধ, সিয়ামি খের, প্রমুখকে। আগামী মাসের ৯ তারিখ থেকে এই ওয়েব সিরিজ দেখা যাবে অ্যামাজন প্রাইমে।

Source link

Read also  এবার রাতের আকাশে দেখা দেবে রক্তবর্ণ চাঁদ, সঙ্গে আর একটি জিনিসও! কী সেটি?।A reddish moon or Beaver Blood Moon lunar eclipse is slated to be visible in the night sky this month Here is when where to watch the second and last Chandra Grahan of this year in India