জানেন কি কোথায় ছিল খনার শ্বশুরবাড়ি, সপ্তাহান্তে ঘুরে আসুন ঘরের কাছেই চন্দ্রকেতুগড় থেকে
চন্দ্রকেতুগড়। অনেকে জানেন আবার অনেকেই জানেন না। কলকাতার একেরাবেই কাছে রয়েছে এই ঐতিহাসিক পর্যটন কেন্দ্রটি। শীতের ছুটিতে বাড়ির সকলকে নিয়ে সেই ইতিহাসের অলিতে গলিতে ঘুরে বেড়ানোর সুন্দর জায়গা চন্দ্রকেতু গড়। রাজপ্রাসাদ, ঘুমঘর, স্নানপুকুর সবই রয়েছে এখনও। তার ভগ্নাবশেষ পড়ে রয়েছে এই চন্দ্রকেতু গড়ের আনাচে কানাচে।
Source link