Vaibhavi Upadhyay Passes Away | বিনোদন জগতে ফের শোকের ছায়া! গাড়ি দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় অভিনেত্রীর

কলকাতা: বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের জ্যাসমিনের চরিত্রে অভিনয় করে রাতারাতি সাফল্য পেয়েছিলেন তিনি। তার পর একাধিক ধারাবাহিকে দেখা যায় তাঁকে।

সূত্রের খবর, হিমাচল প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ি রাস্তায় গাড়ি করে যাচ্ছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর হবু স্বামী। বাঁক নিতে গিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। মাত্র ৩২-এই পথ চলা শেষ হয় বৈভবীর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।

‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর প্রযোজর জেডি মাথেজা শোকপ্রকাশ করে লেখেন, ‘জীবন খুবই অনিশ্চিত। দারুণ অভিনেত্রী, আমার প্রিয় বন্ধু বৈভবী উপাধ্যায়, যাঁকে ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর জ্যাসমিন নামে সবাই চেনেন, আর নেই।’

আরও পড়ুন: অস্কার জয়ের পর দুঃসংবাদ! প্রয়াত ‘আরআরআর’ খ্যাত তারকা রে, শোকস্তব্ধ রাজামৌলী

আরও পড়ুন; ফের মৃত্যু বলি তারকার! বাথরুম থেকে মিলল অভিনেতা আদিত্য সিং রাজপুতের নিথর দেহ

সহকর্মীর চলে যাওয়া মেনে নিতে পারছেন না রূপালি গঙ্গোপাধ্যায়। নেটমাধ্যমে তিনি লেখেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে বৈভবী। বিশ্বাস করতে পারছি না।’

‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর পাশাপাশি টেলিভিশনে একাধিক কাজ করেন বৈভবী। ‘ছপক’ এবং ‘তিমির’-এও দেখা গিয়েছে তাঁকে।

Published by:Sanchari Kar

First published:

Source link

Read also  রবীন্দ্রজয়ন্তী আগে জুটি বাঁধলেন পরম-অন্তরা! অনুরাগীদের দিলেন বিশেষ উপহার || – News18 Bangla