TRP Non-Fiction: জি বাংলার কাছে লাগাতার হার, রিয়ালিটি শো বন্ধ করল জলসা! শেষলগ্নেও চমক অধরা

আইপিএলের মরসুমে টেলিভিশন সিরিয়ালের রেটিং হুড়মুড়িয়ে কমেছে। নন-ফিকশনের ক্ষেত্রেও ছবিটা খুব একটা আলাদা নয়। ক্রিকেটের মেগা শো শেষে পথে, তাই খানিক স্বস্তিতে টেলিভিশন চ্যানেল ও নির্মাতারা। চলতিবার টিআরপি তালিকায় প্রথমস্থান দখলে রেখেছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে নন-ফিকশনে কিন্তু সেরার মুকুট ধরে রাখল জি বাংলা। রচনা ফের প্রমাণ করলেন তিনি একাই একশো। 

রিয়ালিটি শো-এর মামলায় স্টার জলসাকে বরাবরই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে জি বাংলা। শেষ কবে সপ্তাহান্তে জি বাংলার রিয়ালিটি শো-কে টেক্কা দিতে পেরেছিল স্টার জলসার শো? তা মনে করতে মাথার চুল ছেঁড়ার জোগাড় হবে। নাচের রিয়ালিটি শো হোক বা গানের, কোনও কিছুতেই টিআরপি তালিকায় দাগ কাটতে পারেনি স্টার জলসা। তাই সুপার সিঙ্গার শেষ হওয়ার পর আপাতত নতুন কোনও রিয়ালিটি শো শনি-রবিবার রাত ৯.৩০টার স্লটে আনেনি চ্যানেল কর্তৃপক্ষ। বরং নিজেদের তুরুপের তাস ‘অনুরাগের ছোঁয়া’ এখন সপ্তাহে সাতদিনই সম্প্রচার করবে জলসা। সঙ্গে থাকছে অনান্য মেগাগুলিও। চলতি সপ্তাহ থেকেই দেখা যাবে এই পরিবর্তন। 

এই সপ্তাহে রিয়ালিটি শো-এর মধ্যে সেরার মুকুট দখলে রাখলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ৫.৪ নম্বর নিয়ে এক নম্বর স্থানে এই শো। দেড় দশকেরও বেশি সময় ধরে দিদির ম্যাজিকে বুঁদ গোটা বাংলা। দু-নম্বরে রয়েছে ডান্স বাংলা ডান্স। সংগ্রহে ৫.৩ রেটিং পয়েন্ট। ‘সুপার সিঙ্গাররা’ এবারও ৩-এর গণ্ডি পার করতে ব্যর্থ। 

এক নজরে নন-ফিকশন টিআরপি তালিকা-

দিদি নম্বর [সানডে ধামাকা] (৫.৪)

ডান্স বাংলা ডান্স- (৫.৩)

সুপার সিঙ্গার ৪ (৩.৭)

ঘরে ঘরে জি বাংলা (১.৪)

এই মুহূর্তে তিনটি নন-ফিকশন শো সম্প্রচারিত হয় জি বাংলায়। দিদি নম্বর ১, ডান্স বাংলা ডান্স এবং ঘরে ঘরে জি বাংলা। সে জায়গায় আপতত মাত্র একটি নন-ফিকশন শো রইল স্টার জলসার খাতায়। ‘মাই স্টার্স্ট আপ শো- ধন্যি মেয়ের উপাখ্যান’। কার্যত কোনওরকম প্রমোশন ছাড়াই এই শো শুরু করেছে স্টার জলসা। শনি ও রবিবার বিকালের স্লটে সম্প্রচারিত হয় ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র ধাঁচে তৈরি বাংলার মেয়েদের নিয়ে তৈরি এই শো। উইকএন্ডের রাতে আপনারা কি মিস করবেন স্টার জলসার রিয়ালিটি শো? ফিকশন শো দিয়ে জি বাংলার নন-ফিকশন শো’গুলিকে টেক্কা দিতে পারবে স্টার জলসা? এই প্রশ্নের উত্তর মিলবে শীঘ্রই!

Read also  Satyajit Roy And Sandip Roy: Director Sandip Roy Shared What Satyajit Roy Said After Watching His First Film Fotikchand, Know In Details

 

 

Source link