TRP List non fiction: রচনা-গৌরীর যুগলবন্দি সুপারহিট, সেরা ‘দিদি নম্বর ১’, বাকিরা কে কোথায়?

উইকএন্ড মানেই টিভির পর্দায় চোখ রেখে একটু রিল্যাক্স করা। আপতত বাংলা টেলিভিশনে রমরমিয়ে চলছে নাচ ও গানের দুটি রিয়ালিটি শো। নন-ফিকশনে জি বাংলা বরাবরই এগিয়ে থাকে। এবারও জি বাংলার পাল্লা ভারি হলেও টক্কর কিন্তু জোরদার হচ্ছে। সারেগামাপা-কে কঠোর চ্যালেঞ্জের মুখে ফেলছে দেব-রুক্মিণীর ‘ডান্স ডান্স জুনিয়র ৩’। এবারও তার ব্যতিক্রম হল না। 

কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা- গত সপ্তাহে ছিল লম্বা ছুটি। তাই বৃহস্পতিবারের বদলে সোমবার সামনে এসেছে টিআরপি রিপোর্ট। সেখানে স্পষ্টই দেখা যাচ্ছে উৎসবের মেজাজেও  রচনা একাই একশো। তার উপর ‘গৌরী’ ম্যাজিকে সেরার সেরা ‘দিদি নম্বর ১’। জি বাংলার এই শো ফের একবার টিআরপি তালিকায় নন-ফিকশন শোগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেটিং (৬.৪) পেয়েছে।

বাকিদের অবস্থান কোথায়? সারেগামাপা একটু পিছিয়ে রয়েছে দু-নম্বর পজিশনে। প্রাপ্ত নম্বর ৫.৯। তবে খুব বেশি পিছিয়ে নেই ডান্স ডান্স জুনিয়রও। এই শো-এর ঝুলিতে রয়েছে ৪.৭ নম্বর। তবে রান্নাঘরের টিআরপি কিছুতেই বাড়ছে না। এই সপ্তাহে ১.২ রেটিং পয়েন্ট নিয়ে সবশেষে থাকল এই শো। 

এক নজরে দেখে নিন নন-ফিকশনের তালিকা-

দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৬.৪)

সারেগামাপা (৫.৯)

ডান্স ডান্স জুনিয়র ৩ (৪.৭)

রান্নাঘর (১.২)

আগামিতে একগুচ্ছ চমক থাকবে ‘ডান্স ডান্স জুনিয়র’-এ। টেলিপাড়া সূত্রে খবর এই ডান্স রিয়ালিটি শো-এর আসন্ন এপিসোডে দেখা যাবে সানি লিওনকে। গত সিজনেও সানি অংশ হয়েছিলেন এই শো-এর। এই বছর সারেগামাপা- নিয়ে খুশি নয় সব দর্শকরা। অনেকেই বলছেন চমকের অভাব রয়েছে শো-তে। এখন দেখার আগামিতে দেব-রুক্মিণীর নাচের শো, সারেগামাপা-কে টিআরপি লড়াইয়ে হারাতে সফল হয় কিনা। 

 

Source link

Read also  Actress Nargis Fakhri And Singer Guru Randhawa Are All Set With Their First Song Together 'Fayaah Fayaah'