TRP List: মিলই হচ্ছে না, নম্বর কমল তাই অনুরাগের ছোঁয়ার! টিআরপি টপার কি জগদ্ধাত্রী?

নয়ের ঘরের থেকে নম্বর কমে এল স্টার জলসার অনুরাগের ছোঁয়ার। একঘেয়ে গল্পের কারণেই কি মুখ ফিরিয়ে নিল দর্শক? টানা কয়েক মাস ধরে আটকানো যাচ্ছে না সূর্য আর দীপাকে। এমনকী জি-র পক্ষ থেকে উল্টোদিকে আনা হয়েছিল ছোট পরদার জনপ্রিয় নায়িকা স্বস্তিকা দত্তকেও। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলত মাত্র দু মাসের মাথাতেই সরে যাচ্ছে ধারাবাহিকটি। সেই জায়গায় খুব জলদি দেখা যাবে মুকুট। এখন দেখার তিন নায়ক আর তিন নায়িকা এসে সূর্য-দীপির রমরমা আটকাতে পারে কি না!

তবে প্রথম স্থান স্টার জলসার দখলে থাকলে দুই থেকে চারে কিন্তু শুধুই জি বাংলা। মোট পাঁচটি ধারাবাহিক দিয়ে একেবারে জায়গা পাঁকা করে রেখেছে এই চ্যানেল। মিঠাই ভক্তদের জন্য চলতি সপ্তাহটা নিসন্দেহে খারাপ। কারণ ফের একবার টিআরপি তালিকার সেরা দশ থেকে ছিটকে গিয়েছে মিঠাই। মাত্র .১ নম্বর কম পেয়ে রয়েছে ১১ নম্বরে গাঁটছড়ার পড়ে। আপাতত মনোহরায় মিঠাইকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে সিড অ্যান্ড হল্লা কোম্পানি। এমন অবস্থায় টিআরপি কমে যাওয়া অবিশ্বাস্য ঠেকে বই কি! আসলে অনেকেরই ধারণা এবার বন্ধ হয়ে যাবে মিঠাই। সেই জায়গায় দেখানো হবে মন দিতে চাই। আরও পড়ুন: আংশিক অন্ধত্বে ভুগছেন বাহুবলীর ‘ভল্লালদেব’ রানা ডাগ্গুবতী, দেখতে পান না ডান চোখে

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৭)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.০)

তৃতীয়- খেলনা বাড়ি (৭.৫) 

চতুর্থ- গৌরী এলো/ নিম ফুলের মধু (৭.৩)

পঞ্চম- রাঙা বউ (৬.৭)

ষষ্ঠ- পঞ্চমী (৬.৩)

সপ্তম- মেয়েবেলা (৬.১)

অষ্টম- সোহাগ জল (৬.০)

 নবম- হরগৌরী পাইস হোটেল (৫.৯)

দশম- গাঁটছড়া (৫.৮)

প্রসঙ্গত, পরের সপ্তাহ থেকে টিআরপিতে প্রভাব পড়তে পারে খেলনা বাড়িরও। কারণ শেষ হয়েছে ফড়িং। আর সেই জায়গায় শুরু হয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। স্বদেশি আন্দোলনের সময়কার প্রেক্ষাপটে বোনা হয়েছে কিশোলবেলার এই প্রেমের গল্প। একদম অন্যধারার রসায়ন দেখবে দর্শক। তবে প্রশ্ন হচ্ছে খেলনা বাড়ির ‘পরকীয়া’, ‘কূটকচালি’র বাইরে গিয়ে অন্য ধারার গল্পের রস আস্বাদন কি আদৌ করতে পারবে দর্শক? আরও পড়ুন: বিতর্ককে বুড়ো আঙুল! মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা ফাঁস করলেন দুর্নিবার-মোহর

Read also  Rana Sarkar: কুন্তলের টাকায় সিনেমা বানিয়েছেন? নিজের বিরুদ্ধে CBI তদন্তের দাবি ‘মানবজমিন’ প্রযোজকের

প্রথমবার স্লট পেয়েছে মন দিতে চাই। ঋত্বিক আর অরুণিমার এই ধারাবাহিক প্রাইম টাইমে না আসায় অনেকেরই মন খারাপ হয়েছিল। গৌধূলি আলাপের সঙ্গে টক্করে শুরুর থেকে বেশ পিছিয়েও পড়েছিল। তবে চলতি সপ্তাহের ফলাফল থেকে আশা করা যাচ্ছে এবার কোমর বেঁধে লেগেছে এই মেগা। এখন আটকানো মুশকিল। 

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

Source link