Top Entertainment News Of 30th April, 2023


কলকাতা: দেখতে দেখতে ১৭ বছর কাটিয়ে ফেললেন এই ইন্ডাস্ট্রিতে। আর এই বিশেষ দিনটিকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পরিচালক অনুরাগ বসুকে (Anurag Basu) ধন্যবাদ জানালেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাঁর হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন ‘ক্যুইন’ (Queen)। ১৭ বছর আগে অনুরাগ বসুর ছবি ‘গ্যাংস্টার’ (Gangster) ছবির মুখ্য চরিত্রে দেখা যায় কঙ্গনাকে, সেটিই তাঁর ডেবিউ ছবি।

এদিন ১৭ বছর আগের একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে সোফায় বসে বাঙালি পরিচালক অভিনেত্রীকে কিছু জিনিস বোঝাচ্ছেন। ‘ক্যুইন’ অভিনেত্রীর পরনে কালো ড্রেস। ক্যাপশনেন তিনি লেখেন, ‘এই জিনিয়াস ব্যক্তি অনুরাগ বসুকে সমস্ত ধন্যবাদ যিনি আমাকে ১৭ বছর আগে ২৮ এপ্রিল ২০০৬ সালে লঞ্চ করেছিলেন। এই রইল ওঁর সঙ্গে আমার ‘লাইফ ইন এ মেট্রো’র সেট থেকে একটি ছবি (২০০৬), এভাবেই উনি আমাকে ট্রেন করতেন… ‘তুই চুপ কর’, ওঁর প্রিয় শব্দবন্ধ ছিল। হা হা হা আমি তোমাতে ভালবাসি অনু। সবকিছুর জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন…

>Workout: শরীরচর্চার সময় আচমকাই ‘অ্যাজমা অ্যাটাক’! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?

অন্য়দিকে,  রবিবার নিজের ইনস্টাগ্রামে (Instagram) মনের ভাব প্রকাশ করলেন বর্ষীয়ান অভিনেত্রী নীতু কপূর (Neetu Kapoor)। স্বামীর মৃত্যুবার্ষিকীতে একটা লাইনের ছোট্ট পোস্ট, তাতেই যেন চোখের সামনে ভেসে উঠবে একরাশ আবেগ। এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘অসংখ্য দুর্দান্ত আনন্দের স্মৃতির সঙ্গে তোমাকে প্রত্যেক দিন মিস করি।’ ছবিটি বোধ হয় কোথাও ঘুরতে গিয়ে তোলা। ঋষি কপূরকে দেখা যাচ্ছে নীল টিশার্ট ও প্যান্টে। মাথায় টুপি, চোখে সানগ্লাস। 

পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ‘মন কি বাত’ (Mann ki Baat) অনুষ্ঠান পৌঁছল শততম পর্বে (100th Episode)। রবিবার দেশবাসীর জন্য তাঁর মাসিক রেডিও অনুষ্ঠানে ‘মন কি বাত’-এর ১০০তম বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান প্রথম সম্প্রচারিত হয় ২০১৪ সালের ৩ অক্টোবর। আজকের বিশেষ পর্বের পর মোদিকে প্রশংসায় ভরালেন তারকারা।অভিনেত্রী মাধুরী দীক্ষিত বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) সাধারণ মানুষের সমস্যার কথা শোনার জন্য সময় বের করছেন, এটা দারুণ বিষয়…’।

অন্যদিকে, মুক্তির প্রায় সঙ্গে সঙ্গে বিশ্বব্য়াপী ১০০ কোটির ব্য়বসা মণি রত্নমের ম্যাগনাম ওপাস  ‘পোনিয়ন সেলভান ২’। 

Source link

Read also  Sara Shubman: তবে কি প্রেম ভাঙল সারা-শুভমনের! আনফলো করার পিছনে কি রয়েছে অন্য কোনও কারণ?