Tollywood Gossip | টেলি নায়িকার পরকীয়ার বালিঝড়েই তছনছ সংসার! ‘লাভস্টোরি’-তে চিড় ধরালেন অন্য় নায়ক
তবে তাল কাটে কিছু দিন আগে। শোনা যায়, তাঁদের দাম্পত্য়ের ঝলমলে নীল আকাশে কলহের মেঘ। নায়িকাকে ফেলেই নাকি নানা জায়গায় চলে যাচ্ছিলেন নায়ক। এমনকী স্ত্রীর জন্মদিনেও তাঁর সঙ্গে একটি মাত্র ছবি দিয়েই দায় সেরেছেন তিনি। কিন্তু কেন হঠাৎ রূপকথার সম্পর্কে চিড়?