The Mumbai Police Awaits Forensic Report In Aditya Singh Rajput Death Case Know In Details
মুম্বই: সোমবার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে অভিনেতা মডেল আদিত্য সিংহ রাজপুতের (Aditya Singh Rajput) নিথর দেহ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছিল অতিরিক্ত মাদক সেবনের জন্যই মৃত্যু হয়েছে তাঁর। তবে এখনও হাতে এসে পৌঁছয়নি ফরেন্সিক রিপোর্ট (Forensic Report)। মুম্বই পুলিশ (Mumbai Police) আপাতত ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছেন এবং তারপরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। মুম্বইয়ের গোরেগাঁওয়ে সিদ্ধার্থ হাসপাতালে (Siddharth Hospital) তাঁর দেহের ময়নাতদন্ত হয়।
বিস্তারিত আসছে…