Swara Bhasker: বিদায়বেলায় চোখে জল স্বরার,মেয়ের ‘বিদাই’-তে লুকিয়ে কাঁদলেন নায়িকার ‘খড়ুস’ ড্যাড!

বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে একদম নতুন এক পরিবার আর পরিবেশে মানিয়ে গিয়ে নেওয়াটা সহজ হয় না যে কোনও মেয়ের পক্ষেই। তবে এটাই সমাজের বেঁধে দেওয়া নিয়ম। প্রিয়জনদের ছেড়ে সজল চোখে কনের শ্বশুরবাড়ি যাওয়াটা আমাদের কাছে পরিচিত দৃশ্য। অভিনেত্রী স্বরা ভাস্করের গ্র্যান্ড বিয়ের সেলিব্রেশন শেষেও ধরা পড়ল একই ছবি। বিদায় বেলায় আবেগঘন স্বরা। তাঁর চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল।

সমাজবাদী পার্টির যুবনেতা ফায়াদ আহমেদের সঙ্গে দিল্লিতে ধুমধাম করে বিয়ে সেরেছেন ‘প্রেম রতন ধন পায়ো’ অভিনেত্রী। সলমনের অনস্ক্রিন বোন গত মাসেই বিশেষ বিবাহ আইনের আওতায় বিয়ে করেছিলেন ফায়াদকে। আইনি বিয়ের পর সামাজিক রীতি মেনে বিয়ে করলেন দুজনে। উভয়ের সংস্কৃতি আর ঐতিহ্য মেনেই বিয়ের সব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বর-কনে।

আরও পড়ুন-ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক,গলায় হার! ‘মেয়েলি’ সাজের জেরে ট্রোলড, কড়া জবাব সুজয়ের

সম্প্রতি স্বরার বিদায়-এর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। নায়িকার পরনে গোলাপি রঙা লেহেঙ্গা আর গা ভর্তি সোনার গয়না। বাড়ির দরজার সামনে জড়ো হয়েছেন সকলে, বরের পাশে দাঁড়িয়ে নতুন কনে স্বরা। তাঁকে ঘিরে রয়েছেন ভাই ইশান ভাস্কর, মা ইরা ভাস্কর। বাপের বাড়ির চৌকাঠ পার করার আগে চোখ ছলছল নায়িকা। পরিচিত একজন ‘বিদাই’ নিয়ে কবিতা পাঠ করছেন সুর করে। এই ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন স্বরার এক বান্ধবী, সঙ্গে লেখেন- ‘নিজের প্রিয় বান্ধবীর বিদায় অনুষ্ঠান, খুব আবেগঘন একটা মুহূর্ত। আমরা পরিপূর্ণ….’। স্বরার বান্ধবী শিঞ্জিনী জানান, ইচ্ছাকৃতভাবেই মোবাইল ক্য়ামেরার সামনে ধরা দেননি স্বরার বাবা। তাঁকে ‘কঠোর নৌ-সেনা’ বলেও অভিহিত করেন শিঞ্জিনী। আসলে মেয়ের চলে যাওয়ার সময়কার ইমোশনগুলো কারুর সামনে তুলে ধরতে চান না তিনি।

শিঞ্জিনীর এই ভিডিয়োয় ধরা না দিলেও স্বরার বাবা টুইট বার্তায় জানান, ‘এই মর্মস্পর্শী মুহূর্তটা শেয়ার করবার জন্য ধন্যবাদ….স্বরার বিয়ের অনুষ্ঠানের একদম শেষলগ্নে আমরা। হ্যাঁ, কঠোর নৌ-সেনার কাছে এই ফ্রেমে না থাকার একটা বড় কারণ ছিল। আমার মতো রূঢ় বাবার জন্যও এটা একটা খুব আবেগঘন মুহূর্ত ছিল… আমাদের প্রিয় স্বরার বিদাই’।

Read also  Abir Chatterjee: Actor Abir Chatterjee Will Do A Cameo In A Bengali Serial, Know In Details

গত বৃহস্পতিবার দিল্লিতে ফাহাদ আহমেদ এবং স্বরা ভাস্করের রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন রাজনৈতিক দুনিয়ার রথী-মহারথীরা। রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব, শশী থরুর থেকে ডেরেক ও’ব্রায়েন পৌঁছেছিলেন নবদম্পতিকে আশীর্বাদ দিতে। দেখা মিলেছে সমাজবার্দী পার্টির সাংসদ জয়া বচ্চনেরও।

আরও পড়ুন-ফেটে পড়ছে জেল্লা, বর ফাহাদের সঙ্গে লাল লেহেঙ্গায় রিসেপশনে ধরা দিলেন স্বরা, দেখুন ছবি

 

 

 

Source link