Soumitrisha-Adrit: নায়িকার সঙ্গে নায়কের প্রেম হবে এর কী মানে আছে? সহ-অভিনেত্রীর সাথেও হতে পারে: সৌমিতৃষা

দীর্ঘদিন ধরেই টেলিপাড়ায় আদৃত-কৌশাম্বির সম্পর্ক নিয়ে কানাঘুষোর শেষ নেই। অনস্ক্রিন ‘দিদিয়া’ নন্দার সঙ্গে উচ্চেবাবুর প্রেমে এখন টেলিপাড়ার ওপেন সিক্রেট। সম্পর্কে থাকার কথা স্বীকার করে নিয়েছেন আদৃতও। যদিও প্রেমিকার নাম বলেননি। ‘বেস্ট ফ্রেন্ড’ কৌশাম্বির সঙ্গে তলে তলে আদৃতের বন্ধুত্বের গভীরতা অনেক দূর গড়িয়েছে তা অজানা নয় কারুর। 

অথচ একটা সময় আদৃত-সৌমিতৃষার সম্পর্ক নিয়েও কম চর্চা হয়নি। অনস্ক্রিন নায়কের প্রতি দুর্বল সৌমিতৃষা, এই খবরও রটেছিল বেশ কয়েক মাস আগে। এমনটাও রটে আদৃত নাকি কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়ালে সৌমিতৃষার সঙ্গে তাঁর বন্ধুত্বের চিড় ধরে। শটের বাইরে দুজনের কথাবার্তা বন্ধ, অনস্ক্রিন হিট জুটির মধ্যে বাস্তবে পরস্পরকে সহ্য করতে পারে না, এমন নানান কানাঘুষো কান পাতলেই শোনা যায় টেলিপাড়ায়। এরই মাঝে ‘মিঠাই’ ভক্তদের একটা বড় অংশ চায় বাস্তবে প্রেম করুক আদৃত-সৌমিতৃষা। ভক্তদের এই অবাস্তব চাওয়া, আদৃতের প্রেম নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন মিঠাইরানি। 

আদৃতের সঙ্গে প্রেম সম্পর্কে সৌমিতৃষা জবাব দেন, ‘একটা সময় আমি ভাবতাম শাহরুখ-কাজল বর-বউ। ওঁদের বিয়ে অন্য কারুর সঙ্গে হতে পারে না। আসলে জুটি হিট হলে দর্শকদের মনে এমন ভাবনা জন্মায়। সেই ভাবনায় আমার নিয়ন্ত্রণ নেই, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছি, প্রেম নয়’।  এই সময়কে দেওয়া ওই সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, ‘আর ধারাবাহিকের নায়কের প্রেম যে নায়িকার সঙ্গেই হবে, এমনটাও নয়। অন্য কোনও সহ-অভিনেত্রীর সঙ্গেও হতে পারে’। তবে কি আদৃত-কৌশাম্বির প্রেমের দিকেই ইশারা মিঠাইরানির? খোলসা করেননি নায়িকা। 

তবে সৌমিতৃষা আফসোসের সুরে জানালেন, ‘প্রতিবার আদৃতের প্রেমের মধ্যে আমাকে যেভাবে জড়ানো হয়েছে, খারাপ লেগেছে। খুব কষ্ট পেয়েছি’। প্রেম করলে নিজে জোর গলায় সে কথা সকলকে জানাবেন স্পষ্ট বলেন ‘মিঠাই’। আদৃতের সঙ্গে ঝামেলার কথাও মেনে নেন সৌমিতৃষা। তবে জানান, সেই ঝগড়া নিতান্তই কাজ সংক্রান্ত, তবে সেটা মিটেও গেছে। প্রেমের কারণে আদৃতের সঙ্গে কোনওদিনই ঝগড়া হয়নি তাঁর অকপটে বললেন মিঠাইরানি। পাশাপাশি তাঁর দাবি, ভবিষ্যতেও ‘বন্ধু’ আদৃতের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। 

Read also  Sara Ali Khan-Ibrahim Ali Khan: 'ভাই প্রথম ছবির শ্যুট শেষ করেছে', ইব্রাহিমের বলিউডে আসার খবর পাক্কা, বলছেন সারা

আপতত পিঠের চোটের জেরে শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন ‘মিঠাই’। দিন দশেক পর সেটে ফিরবেন। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ‘মিঠাই’-এর শ্যুটিং হওয়ার কথা। শেষ কয়েকটা দিন নিজের সেরাটা উজার করে দিতে চান সৌমিতৃষা। আপতত শ্যুটিং সেটে ফেরার অপেক্ষায় মিঠাইরানি। 

Source link