Singer Of Oscar Winning Song ‘Naatu Naatu’ Rahul Sipligunj Receives Warm Welcome At Hyderabad Airport
নয়াদিল্লি: দেশে ফিরলেন অস্কারজয়ী গান (Oscar winning song) ‘নাটু নাটু’র (Naatu Naatu) অন্যতম গায়ক রাহুল সিপলিগঞ্জ (Rahul Sipligunj)। হায়দরাবাদ বিমানবন্দরে (Hyderabad Airport) জানানো হল উষ্ণ অভ্যর্থনা। অনুরাগীদের উচ্ছ্বাস, চিৎকারের সঙ্গে বিশালাকার মালায় স্বাগত জানানো হল তাঁকে। দেখা গেল ভিডিও, ছবি।
হায়দরাবাদে ফিরলেন ‘নাটু নাটু’ গায়ক
শনিবার সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে ছবি ও ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, বিশালাকার মালায় ঢেকেছেন গায়ক। হুডখোলা গাড়ির ওপর থেকে বেরিয়ে অনুরাগীদের করজোড়ে ধন্যবাদ জানাচ্ছেন রাহুল সিপলিগঞ্জ। অনুরাগীদের উচ্ছ্বাসের আওয়াজে কান পাতা দায়। পুষ্পবৃষ্টি চলছে গাড়ির ওপর। মুুখে চওড়া হাসি সদ্য লস অ্যাঞ্জেলস ফেরত গায়কের।
Reels
#WATCH | Singer of #Oscars winning song ‘Naatu Naatu’, Rahul Sipligunj arrives at Hyderabad Airport; receives a warm welcome. pic.twitter.com/7Jr4DVApwV
— ANI (@ANI) March 18, 2023
Singer of #Oscars winning song ‘Naatu Naatu’, Rahul Sipligunj arrives at Hyderabad Airport; receives a warm welcome. pic.twitter.com/AEqKX2tbYT
— ANI (@ANI) March 18, 2023
প্রসঙ্গত, ‘আর আর আর’ গায়কদ্বয় রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের ১২ মার্চ ২০২৩-ই নেহাতই ভোলার মতো নয়। অস্কার ২০২৩-এর মঞ্চে ‘নাটু নাটু’ গানে লাইভ পারফর্ম্যান্স করেন তাঁরা। বিদেশের মাটিতে তেলুগু গানে মাত করেন দর্শকদের। গোটা পারফর্ম্যান্স চলাকালীন সকল দর্শক হাততালিতে মাতিয়ে রাখেন এবং সবশেষে দাঁড়িয়ে অভিবাদনও জানান। এই পারফর্ম্যান্সের অদেখা কিছু ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন রাহুল ও কালা। রাম চরণ ও জুনিয়র এনটিআর ব্যাকস্টেজে গিয়ে সকলকে শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: Fire: টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড
অস্কার জয়ের রেশ কি এত সহজে কাটে? অনুষ্ঠান সেরে এবার ভারতে ফিরেছেন অভিনেতা রাম চরণও। গতকাল পৌঁছেছেন নিজের শহর হায়দরাবাদে। অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। ঘরের ছেলে যে ঘরে ফিরছে। শনিবার ভোর ১টা নাগাদ প্রায় বেগমপট বিমানবন্দরে পৌঁছন রাম চরণ। উষ্ণ অভ্যর্থনায় পৌঁছন বাড়ি। শুক্রবারই দিল্লিতে পৌঁছেছেন তিনি। তবে অত গভীর রাতেও অনুরাগীদের এমন কাণ্ডে অভিভূত অভিনেতা।
‘বেস্ট অরিজিন্যাল সং’ বিভাগে রাম চরণ ও জুনিয়র এনটিআরের গান ‘নাটু নাটু’ অস্কার পেয়েছে। শুক্রবার লস অ্যাঞ্জেলস থেকে স্ত্রী উপাসনার সঙ্গে দিল্লি পৌঁছন রাম চরণ। এরপর বাবা চিরঞ্জীবীর সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে রাতে ফেরেন নিজের শহরে, হায়দরাবাদে। প্রসঙ্গত, দিল্লির অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন রাম চরণ ও চিরঞ্জীবী।