Sidharth Malhotra Viral Video: ‘তেরে নাম ২ আসছে…’, সিদ্ধার্থ মলহোত্রাকে দেখে বিস্মিত নেটিজেনরা
কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মলহোত্রাকে মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল। জাপানে ছুটি কাটিয়ে ফেরেন দম্পতি। হাতে হাত গলিয়েই বেরিয়ে আসেন বিমানবন্দর থেকে। কিয়ারা পরেছিলেন সাদা রঙের জাম্পস্যুট, সঙ্গে হলুদ রোদচশমা আর গোলাপি সাইডব্যাগ। আর সিদ্ধার্থকে দেখা গেল কালো টি শার্ট ও ট্র্যাক প্যান্টে। সঙ্গে ছিল জ্যাকেট।
কিয়ারা এবং সিদ্ধার্থ চলতি বছরের শুরুতেই রাজস্থানে গাঁটছড়া বাঁধেন। ব্যক্তিগত অনুষ্ঠানে একে-অপরের সঙ্গে বাঁধা পড়েন দম্পতি। ২০২১ সালে শেরশাহ ছবিতে কাজ করার সময় থেকেই হয়েছিল প্রেমের সূত্রপাত। বায়োপিকটিতে প্রয়াত কারগিল যুদ্ধের নায়ক এবং পরম বীর চক্র-পুরস্কারপ্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ আর কিয়ারা ছিলেন তাঁর বাগদত্তার চরিত্রে। আরও পড়ুন: তামিল ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের মুখে হনসিকা মোতওয়ানি? মুখ খুললেন ভাইরাল খবরে
সিদ্ধার্থ আর কিয়ারার এই ভিডিয়ো মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে সিদ্ধার্থের হেয়ার স্টাইল নিয়ে হল একটু খিল্লি। কেউ কেউ তাঁর হেয়ার স্টাইলের সঙ্গে সলমন খানের ‘তেরে নাম’- এর রাধে ওরফে সলমন খানের মিল খুঁজে পেয়েছেন। একজন কমেন্টে লিখলেন, ‘তেরে নাম ২ আসছে নাকি!’ অপরজনের কমেন্ট, ‘তেরে নামের সলমন পার্ট ২ লাগছে।’ তৃতীয়জন লিখলেন, ‘সিদ্ধার্থের এই হেয়ারস্টাইল অনেকটা যেন তেরে নাম সিনেমায় সলমন খানের মতো’। আরও পড়ুন: হোটেলে মৃত্যু টিভি অভিনেতা নীতেশের, কী ছিল অভিনেতার শেষ সোশ্যাল পোস্ট?
কাজের সূত্রে, এরপর সিদ্ধার্থকে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে, যেখানে তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। পাইপলাইনে রয়েছে সিনেমা ‘যোদ্ধা’ও।
কিয়ারা সম্প্রতি ইনস্টাগ্রামে তার পরবর্তী ছবি ‘সত্যপ্রেম কি কথা’র টিজার শেয়ার করেছেন, যেখানে তিনি ফের একবার ‘ভুল ভুলাইয়া ২’-এর সহ-অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন। চলতি বছরের ২৯ জুন এই ছবির মুক্তি পাওয়ার কথা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)