Sidharth Malhotra Trolled: ভারতের অস্কার জয় নিয়ে প্রশ্ন করতেই ‘রাগলেন’ সিদ্ধার্থ, জুটল ‘অহংকারী’ তকমা!

‘নাটু নাটু’র অস্কার জয় নিয়ে চর্চার শেষ নেই! আনন্দের জোয়ারে ভাসছে টিম ‘আরআরআর’। এই প্রথম কোনও ভারতীয় প্রযোজনা সংস্থার ছবির গান অস্কার জিতল, নিঃসন্দেহে এটা বড় পাওনা ভারতীয় চলচ্চিত্রের। অন্যদিকে সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্টের অস্কার জিতে নিয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। জোড়া অস্কার জয়ের খুশিতে যখন মেতে সকলে, তখনই বিতর্কিত মন্তব্য করে ট্রোলড সিদ্ধার্থ মালহোত্রা।

রিহানা-লেডি গাগাদের মতো আন্তর্জাতিক পপ তারকাদের পিছনে ফেলে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা মৌলিক গান নির্বাচিত হয় ব্লকবাস্টার ছবি ‘RRR’-এর সারা জাগানো গান ‘নাটু নাটু’। যেখানে শুধু ইন্ডিয়া নয়, নাচছে গোটা বিশ্ব। অন্যদিকে গোটা বিশ্বের সঙ্গে লড়াই করে সেরা ‘ডকুমেন্টারি শর্ট’-এর পুরস্কার জেতা কম পাওয়া নয়, অথচ এই জয় নিয়ে একটা শব্দও খরচ করতে চাইলেন না সিদ্ধার্থ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে এয়ারপোর্টে ফ্রেমবন্দি হয়েছেন সদ্য়বিবাহিত নায়ক। পাপারাৎজিরা সিদ্ধার্থকে দেখেই প্রশ্ন করেন, ‘স্যার, ভারতের অস্কার জয় নিয়ে কিছু বলবেন?’

তাতেই বিরক্তির সুরে সিদ্ধার্থ বলে ওঠেন, ‘এখানে প্রেস কনফারেন্স চলছে নাকি?’ এরপরই গটগটিয়ে ভিতরে ঢুকে পড়েন অভিনেতা। এতেই চটেছে নেটপাড়ার একটা বড় অংশ। সিদ্ধার্থকে এমন আচরণের জন্য ধুয়ে দিয়েছেন অনেকেই। একজন লিখেছেন, ‘বেশি দেমাক’। অপর একজন লেখেন, ‘চারটে শব্দের ওই লাইন না বলে, একটা শব্দে ’গ্রেট’ বা ‘দুর্দান্ত’ বলা যেত, এইটুকু সময় নেই? দেশের জয় নিয়ে কথা বলবার জন্য!’

শুধু সিদ্ধার্থই নন, রেহাই পেলেন না কিয়ারাও। অনেকেই লেখেন, ‘বিয়ের পর সিদ্ধার্থ বদলে গেল। মনে হয় বউ আদব-কায়দা শেখাচ্ছে না’। এই বিষয় নিয়ে সিদ্ধার্থ মুখ না খুললেও, অভিনেতার হয়ে সাফাই গাইল তাঁর ভক্তরা। 

সিদ্ধার্থের এক ফ্যান পেজ লেখেন, ‘সিদ্ধার্থ আগে তো অনেক প্রশ্নেরই জবাব দিয়েছে ঠাণ্ডা মাথায়, তখন ওকে এতটুকুও রাগতে দেখা যায়নি। পুরো ভিডিয়োটা পোস্ট করুন আপনারা, এইটুকু অংশ কেন?’ আবার কেউ লিখেছেন, ‘কাউকে অপমান করতে নয়, তাড়াহুড়ো থাকায় ওই কথা সিদ্ধার্থ বলে ফেলেছেন মাত্র, এর জন্য তাঁকে আক্রমণ করা অহেতুক’। 

Read also  ক্যাটরিনাকে সরিয়ে ঠাণ্ডা পানীয়র নতুন মুখ কিয়ারা,‘একদম মানাচ্ছে না’, বলল নেটপাড়া

প্রসঙ্গত, মিডিয়ার সামনে মুখ খুলতে না-চাইলেও ইনস্টাগ্রামে অস্কার জয়ের জন্য ‘আরআরআর’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ টিমকে অভিনন্দন জানাতে ভোলেননি সিদ্ধার্থ। অভিনেতা লেখেন, ‘ঐতিহাসিক দিন… অনেক অভিনন্দন ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এবং ‘আরআরআর’-এর টিমকে অস্কারের মঞ্চে সেরা ডকুমেন্ট্রি শর্ট ফিল্ম এবং সেরা মৌলিক গানের পুরস্কার জেতার জন্য’। 

 

Source link