Shocking Sarabhai Vs Sarabhai Actress Vaibhavi Upadhayay Dies In A Road Accident


নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল ‘সারাভাই ভার্সেস সারাভাই’ (Sarabhai Vs Sarabhai) অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের (Vaibhavi Upadhayay Death)। ধারাবাহিকে তিনি জ্যাসমিনের (Jasmine) ভূমিকায় অভিনয় করতেন। মঙ্গলবার ভোরের দিকে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী। বয়স হয়েছিল মাত্র ৩২। 

মৃত্যু হল ছোটপর্দার অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের

হিমাচল প্রদেশে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছর বয়সী অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের। জনপ্রিয় ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’য়ে তাঁকে জ্যাসমিনের চরিত্রে দেখা যেত। তাঁর পরিবার থাকেন চণ্ডীগড়ে। আপাতত অভিনেত্রীর দেহ মুম্বইয়ে নিয়ে আসার ব্যবস্থা করছেন তাঁরা। বুধবার, সকাল ১১টা নাগাদ মুম্বইয়েই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রযোজক অভিনেতা জেডি মাজেঠিয়া, ‘সারাভাই ভার্সেস সারাভাই টেক ২’ ধারাবাহিকে বৈভবীর সঙ্গে কাজ করতেন, তিনিই এই খবর নিশ্চিত করেন। তিনিই জানান যে রাস্তার বাঁকে ঘোরাতে গিয়ে অভিনেত্রীর গাড়ি খাদে পড়ে যায়। গাড়িতে অভিনেত্রীর হবু স্বামীও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। 

সহ-অভিনেত্রীর প্রয়াণের খবর দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জেডি মাজেঠিয়া। তিনি বলেন, ‘এটি অবিশ্বাস্য, দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। জীবন যে কতটা অনিশ্চিত তা অবিশ্বাস্য।’ 

 

আরও পড়ুন: Vitamin D Deficiency: মানবদেহে ভিটামিন ডি-এর ঘাটতি হলে কোন কোন প্রাকৃতিক উপায়ে সমস্যার সমাধান হবে?

টিভি ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ছাড়াও বৈভবী উপাধ্যায়কে দেখা গিয়েছিল ‘কেয়া কুসুর হ্যায় অমলা কা’, ডিজিট্যাল সিরিজ ‘প্লিজ ফাইন্ড অ্যাটাচড’ এবং ‘ছপাক’ ছবিতে। গুজরাতের নাট্যজগতে বেশ পরিচিত ছিলেন বৈভবী উপাধ্যায়। 

প্রসঙ্গত, এই নিয়ে পর পর দুই দিনে বিনোদন দুনিয়ার দুই অভিনেতার মৃত্যু হল। সোমবার ফ্ল্যাটের শৌচাগার থেকে উদ্ধার হয় অভিনেতা মডেল আদিত্য সিংহ রাজপুতের দেহ। এরপরের দিনই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল বৈভবী উপাধ্যায়ের। 

সোমবার ১১ তলা বিল্ডিংয়ের শৌচাগার থেকে উদ্ধার হয় আদিত্য সিংহ রাজপুতের মৃতদেহ। আদিত্যকে মৃত অবস্থায় দেখতে পান তাঁর বন্ধু। তখনই বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীকে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আদিত্যকে। হাসপাতালেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালের রির্পোট অনুযায়ী, অতিরিক্ত মাদক সেবনের জন্য়ই মৃত্য়ু হয়েছে আদিত্য সিং রাজপুতের। তবে ঘটনার তদন্ত করছে পুলিশ।



Source link

Read also  তৃণমূল নেতা সৌম্যর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সুদীপ্তা, মিসেস বক্সী হলেন অভিনেত্রী!