Shirin Shila | Viral Video: ভাতের বদলে চুমু! মাঝ রাস্তায় নায়িকাকে চেপে ধরে চুমু ভক্তের! বাংলাদেশে একী কাণ্ড! ভাইরাল ভিডিও
ঢাকা: শিরিন শিলা। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। বহু বাংলাদেশি নাটক থেকে সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। আরফান নিশো থেকে শুরু করে জনপ্রিয় নায়কদের সঙ্গে কাজ করছেন শিরিন। সম্প্রতি শিরিনের সঙ্গে একটি ঘটনা ঘটে যায়। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোমবার ঢাকার ধামরাইয়ে একটি ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন শিরিন। আর সেখানেই ঘটে যায় ভয়ানক একটি ঘটনা! শিরিনের ভাল মানুষীর সুযোগ নিতে চায় এক ভক্ত। এই ভিডিও দেখে নেট দুনিয়ায় ওই ভক্তের তীব্র সমালোচনা শুরু হয়েছে।
জানা যায়, সোমবার একটি সিনেমার শ্যুটিংয়ে ছিলেন শিরিন। শ্যুটিং শেষ হওয়ার পর নিজের গাড়িতে উঠে চলে আসতে চান শিরিন। তখন শিরিনের এক ভক্ত এগিয়ে এসে কথা বলতে চায় শিরিনের সঙ্গে। আর তখনই ঘটে কাণ্ড। বাংলাদেশের এক সংবাদমাধ্যমে শিরিন জানান, ” আমি শ্যুটিং করছিলাম। ওখানে অনেক মানুষ ছিলেন। আমাদের সেটের লোকেরাও ছিল। হঠাৎ একটি ছেলে এসে আমাকে বলে আমি খুব গরীব ভাত খাইনি। খুব খিদে পেয়েছে। এবার আমি ওকে কিছু টাকা দিয়ে ভাত খেতে বলি। কিন্তু ছেলেটি এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আমি আপনার সঙ্গে যাব। আমাকে নিয়ে যান। তারপর সে বলে আমাকে আপনি পড়াশুনো করাবেন। নিয়ে যান। বলেই জড়িয়ে ধরে। আমিও প্রথমে খুব কষ্ট পাচ্ছিলাম।”
আরও পড়ুন: রসগোল্লা থেকে সন্দেশ ফ্রিজে অনেক দিন থাকবে টাটকা! রাখতে হবে এই নিয়মে! জানুন
এর পর শিরিন জানান, “কিন্তু ঠিক এর পরেই ছেলেটি আমাকে জড়িয়ে ধরে গালে চুমু খায়। এবং খারাপ কিছু করার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে সেটের ছেলেরা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তবে এই ঘটনা ঘটার পর আমার বিশ্বাসটাই চলে গেল। কাউকে ভাল ভাবে কিছু বলতে নেই।” ভিডিওতে দেখা যায় ওই ছেলেটি বিষয়টা ইচ্ছে করেই ঘটায়। তবে সতর্ক না থাকলে আরও বড় ঘটনা ঘটতে পারত। অনেকেই বলছেন এভাবে চট করে কাউকে কাছে ডেকে নেওয়া ঠিক হয়নি নায়িকার। আপাতত এই ভিডিও ভাইরাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, Shirin Shila, Viral Video