Shah Rukh Khan- Gauri Khan: অলানার বিয়েতে খোশ মেজাজে শাহরুখ-গৌরী, নাচলেন এপি ধিলনের গানে, দেখুন ভাইরাল ভিডিয়ো
বলিউডের অন্যতম পাওয়ার কাপল বলতে যাঁদের নাম সবার আগে মনে আসে তাঁর হলেন বোধহয় শাহরুখ খান এবং গৌরী খান। গত তিন দশক ধরে তাঁরা বিবাহিত জীবন যাপন করছেন, তবুও আজও তাঁদের মধ্যে এতটুকু প্রেমের কমতি দেখা যায় না। উল্টে সবার সামনে তাঁরা আদর্শ কাপলের উদাহরণ রাখেন। সম্প্রতি তাঁরা উপস্থিত ছিলেন চাঙ্কি পাণ্ডের ভাইয়ের মেয়ে অলানা পাণ্ডের বিয়েতে। সঙ্গে তাঁদের মেয়ে সুহানা খানও উপস্থিত ছিলেন। সেখান গিয়ে স্ত্রীর সঙ্গে জমিয়ে নাচলেন কিং খান। তাঁদের সেই নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বহু পাঠান ভক্তরাই এই ভিডিয়ো তাঁদের প্রোফাইলে শেয়ার করেছেন। এই জুটির রোম্যান্স দেখে তাঁরা কেউই চোখ ফেরাতে পারছেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োতে গৌরীকে একটি সোনালি রঙের গাউন পরে দেখা যাচ্ছে। আর শাহরুখের পরনে টাক্সেডো। তাঁদের এই ভিডিয়োতে এপি ধিলনের দিল নু গানটিতে নাচতে দেখা যায়। এই পাওয়ার কাপলের সঙ্গে কোমর দোলান অলানার মাও। এক ব্যক্তি এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, ‘পছন্দের কাপল।’ আরেক নেটিজেন লেখেন, ‘আচ্ছা, এটা বেশ মিষ্টি।’ আরেক ব্যক্তি লেখেন, ‘শাহ নাচছেন পাঞ্জাবি গানে!’
আরেকটি ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায় অনন্যা এবং তাঁর তুতো ভাই অহন শাহরুখের আই অ্যাম দ্য বেস্ট গানে নাচছেন। আর শাহরুখ তাঁর গানে তাঁদের সেই নাচ বসে দেখছেন।
সম্প্রতি শাহরুখের ছবি পাঠান বক্স অফিসে দারুন সাফল্য পেয়েছে। আগামীতে তাঁকে জওয়ান এবং ডাঙ্কি ছবিতে দেখা যেতে চলেছে।