Shah Rukh Khan| Alanna Panday Wedding| Viral Video: অলন্যাকে জড়িয়ে স্নেহের চুম্বন, ব্যক্তি শাহরুখে মুগ্ধ নেটপাড়া…

Shah Rukh Khan, Alanna Panday Wedding, Viral Video, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অলন্যা পাণ্ডের বিয়ের রিসেপশনে ডান্সফ্লোর মাতালেন শাহরুখ খান ও গৌরী খান। তাঁদের নাচের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার সামনে এসেছে অন্য একটি ভিডিয়ো যেখানে দেখা যাচ্ছে নববধূ অলন্যাকে জড়িয়ে ধরে বিয়ের শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ, পাশাপাশি অলন্যার মাথায় স্নেহচুম্বনও দিচ্ছেন। শুধু অলন্যাই নয়, জড়িয়ে অভিবাদন জানাচ্ছেন অলন্যার স্বামী আইভর ম্যাক্রেকেও। এরপর একসঙ্গে তাঁদের নাচতেও দেখা যায়।

আরও পড়ুন- Dalljiet Kaur Wedding Photo: সাত পাকে বাঁধা পড়লেন শালিন ভানোটের প্রাক্তন, ছেলের হাত ধরে বিয়ের মন্ডপে দলজিৎ…

বিগত বেশ কয়েকদিন ধরেই বলিউড মেতেছে চাঙ্কি পাণ্ডের ভাইয়ের মেয়ে অর্থাৎ অনন্যা পাণ্ডের খুড়তুতো বোন অলন্যা পাণ্ডের বিয়েতে। মেহেন্দি থেকে সংগীতে সেই বিয়ের নানা অনুষ্ঠানে হাজির হতে দেখা গেছে গৌরী খানকে। আইভর ম্যাক্রের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মডেল অলন্যা পাণ্ডে। বিয়ের রিসেপশন ছিল তারকা খচিত। সেই তারকার শীর্ষে যাঁর নাম ছিল তিনি হলেন শাহরুখ খান। রাতে গৌরীর সঙ্গেই বিয়ের আসরে হাজির ছিলেন পাঠান স্টার।

আরও পড়ুন- Naatu Naatu: অস্কার জিতেছেন, তো? রাজামৌলিদের হলে ঢুকতে দিতে হয়েছে মাথা পিছু ২০ লক্ষ!

বর থেকে শুরু করে পার্টিতে হাজির সকলকেই প্রায় দেখা গেছে ডান্সফ্লোরে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ভিডিয়ো। চাঙ্কি পাণ্ডে ও অনন্যা পাণ্ডে ঝড় তুললেন সাত সমুন্দর পার ম্যায় তেরে পিছে পিছে আ গয়ি গানে। এই গানে বাবা মেসের রসায়ন ছিল চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়েছে সেই ভিডিয়ো। বেশ কয়েকটি ভিডিয়োয় দেখা যায়, ডান্সফ্লোরে সবাইকে উৎসাহ দেন শাহরুখ খান।

আরও পড়ুন- Mahiya Mahi| Jaya Ahsan: ‘অন্তঃসত্ত্বা মাহিয়া মাহি ও তাঁর সন্তানের যেন ক্ষতি না হয়!’ বাংলাদেশ পুলিসকে আবেদন জয়া আহসানের…

Read also  সময় বদলে যায়, ‘কিং’ বদলায় না.../ Shah Rukh Khan 57th Birthday is on wednesday fans will be gathered infront of Mannat

তবে এখানেই থেমে থাকেনি পাওয়ার কাপল। একসঙ্গে ডান্সফ্লোর মাতাতেও দেখা গেল তাঁদের। আলানার মা ডিনে পাণ্ডের সঙ্গে এপি ধিলোঁর ‘দিল নু’ গানের তালে নাচলেন দু’জনে। বিয়ের অনুষ্ঠানে শাহরুখ খান পরেছিলেন কালো ব্লেজার। ভিডিয়োতে দেখা যায়,  গৌরী, এসআরকে এবং ডিনে একটি বৃত্তে একসঙ্গে নাচছেন। অন্যদিকে অনন্যা পাণ্ডে এবং অন্যান্যদের ব্যাকগ্রাউন্ডে নাচতে দেখা যাচ্ছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) Source link