Sara Ali Khan: Actress Sara Ali Khan Visited To Kolkata, Eat Fuchka, Dahi And Sweets
কলকাতা: তিনি এলেন, মজে গেলেন তিলোত্তমার আমেজে। কামড় বসালেন ফুচকায়, কথা বললেন সাংবাদিক, সাধারণ মানুষদের সঙ্গে। সারা আলি খান (Sara Ali Khan)। ‘জ়রা হটকে জ়রা বাঁচকে’ (Zara Hatke Zara Bachke) ছবির প্রচারে আজ কলকাতায় এসেছিলেন সারা, আর সেখানে এসেই তিলোত্তমার রাস্তার আমেজে মাতলেন সইফ-কন্যা।
সারা আলি খানকে দেখতে আজ ভিড় জমেছিল কলকাতার রাস্তায়। সবুজ গোলাপি সালোয়ার কামিজে সেজেছিলেন নায়িকা। রুপোলি জরির কাজের সঙ্গে মিলিয়ে কানে রুপোলি দুল পরেছিলেন সারা। হালকা ব্যাকব্রাশ করে চুল খোলা রেখেছিলেন তিনি। কলকাতায় এসেই মিষ্টিতে মজলেন সারা। কামড় বসালেন টক-ঝাল ফুচকাতেও। রাসেল স্ট্রিটে ফুচকায় মন মজে সারার। খান বলরাম মল্লিক রাধারমণ মল্লিকের মিষ্টিতেও। চেখে দেখেছেন মিষ্টি দইও। সব মিলিয়ে জমজমাট সারার কলকাতা সফর।
একটি গয়নার দোকানের প্রচারে কলকাতায় এসেছিলেন সারা। এরপরে অবশ্য নায়িকা মজেন কলকাতার মেজাজে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একবার বিপাকেও পড়েন সারা। হঠাৎ তাঁর লেন্স খুলে যায়। কিছু দেখতে পাচ্ছিলেন না অভিনেত্রী। সাংবাদিকদেরই তিনি প্রশ্ন করেন, ‘আমার চোখে কী কিছু পড়েছে? আমি দেখতে পাচ্ছি না।’ তাঁর লেন্স খুলে চলে এসেছিল চোখের পাতায়। এরপর সহকারীর সাহায্য নিয়ে লেন্স ঠিক করেন সারা। কিছুটা সময় চেয়ে নেন সাংবাদিকদের কাছ থেকে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারা বলেন, ‘সাংবাদিকরা আমার বন্ধু, পরিবারের মতোই। আমার মনে হচ্ছে অনেকদিন পরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করছি, কথা বলছি। কলকাতা আমার কাছে ভীষণ বিশেষ। এখন সাংবাদিক বৈঠক করছি ফুচকা খেতে খেতে। করোনায় আমরা সবাই গৃহবন্দি হয়ে পড়েছিলাম। এখন সব স্বাভাবিক হচ্ছে।’ ফুচকা খেয়ে সারা আবদারও করেছিলেন ঝালমুড়ির।
আগামী ২ জুন মুক্তি পাবে সারা-ভিকির নতুন ছবি ‘জ়রা হটকে জ়রা বাঁচকে’ (Zara Hatke Zara Bachke)। আর এই ছবি মুক্তির আগেই আজমের শরিফে প্রার্থনা করতে গিয়েছিলেন বলিউডের এই দুই নায়ক নায়িকা। সেখানে গিয়ে তাঁরা ছবির প্রচার তো করলেনই, সেই সঙ্গে মিশে গেলেন স্থানীয়দের সঙ্গে। গ্রামের একটি দাওয়ায় বসে চাপাটি, আচার দিয়ে খাওয়া দাওয়া সারেন ভিকি ও সারা। প্রিয় তারকাকে তাঁদের মধ্যে পেয়ে মুগ্ধ অনুরাগীরাও। ভিকি-সারার সঙ্গে নিজেদের ছবি ফ্রেমবন্দি করতে তখন হুড়োহুড়ি সবার মধ্যে। আবার ভিকি সারার মুখে রান্নার প্রশংসা শুনে গান গেয়ে উঠলেন গৃহিনীরা। তাল মেলালেন ভিকি ও সারাও।
আরও পড়ুন: Gmail Storage Fix: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?
আরও পড়ুন: Daily Astrology: কাজের জায়গায় সুখবর পেতে পারেন কারা ? কেমন যাবে আজকের দিন ?