Samantha: কোটি টাকা উপহারের চেয়েও এটি অনেক দামী, জন্মদিনে কার কাছ থেকে সারপ্রাইজ পেলেন সামান্থা
চলতি সপ্তাহের ২৮ এপ্রিল ৩৬-এ পা দিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু৷ জন্মদিনে শুভেচ্ছার পাশাপাশি অনুরাগীদের থেকে নানা উপহার পেয়েছেন দক্ষিণী সুন্দরী৷ তবে এরকমও যে উপহার হতে পারে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি অভিনেত্রী৷ সকলের মধ্যে এই বিশেষ উপহার পেয়ে আপ্লুত অভিনেত্রী৷ সত্যিই তো, এমন উপহার পেলে যে কারোরই অভিভূত হওয়ার কথা, সেই উপহারের কথা শুনলে আপনিও চমকে যাবেন৷
এবছরের জন্মদিনে নিজের নামের তৈরি একটি মন্দির উপহার পেয়েছেন সামান্থা, যা পেয়ে নিজের খুশি ধরে রাখতে পারছেন না অভিনেত্রী৷ অন্ধ্রপ্রদেশে সন্দীপ নামের এক অনুরাগী নিজের বাড়িতেই এই মন্দির বানিয়েছেন৷ যার ভিতরে রয়েছে সামান্থার মুখের আদলে তৈরি একটি মূর্তি৷ পরনে লাল টকটকে শাড়ি, সবুজ ব্লাউজ৷ সামান্থার জন্মদিনের দিনই এই মন্দিরের উদ্বোধন করেছেন সন্দীপ৷ সকলে মিলে সামান্থার মূর্তির সামনেই কেক কেটেছেন৷
আরও পড়ুন-মাথার চারপাশে প্রচুর বন্দুক! ইদানীং ভয় লাগে, মৃত্যুর হুমকিতে এ কী অবস্থা সলমনের
আরও পড়ুন-ফাঁকা পকেটেই মধুচন্দ্রিমা! গৌরী-শাহরুখের হানিমুনের প্রথম রাত কেমন কেটেছিল, জানলে আতঁকে উঠবেন
সন্দীপ জানিয়েছেন, অনেকদিন ধরেই তার ইচ্ছা ছিল বড় মন্দির বানানোর৷ কিন্তু টাকার অভাবে সেটা সম্ভব হয়নি৷ জানা গিয়েছে,অন্ধ্রপ্রদেশে সন্দীপের বাড়িতে সামান্থা ছাড়াও রয়েছে সোনু সুদ, নয়নতারা, নিধি আগরওয়ালের মূর্তি৷ তবে জন্মদিনে কোটি কোটি মূল্যের উপহারকেও ছাঁপিয়ে গেছে সন্দীপের এই উপহার৷ যা পেয়ে ভীষণ খুশি অভিনেত্রী ৷সামান্থা রুথ প্রভুকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। একের পর এক ছক ভেঙে নিজেকে প্রমাণ করছেন সামান্থা রুথ প্রভু। খুব শীঘ্রই বরুণ ধাওয়ানের বিপরীত হলিউডের ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এ দেখা যাবে দক্ষিণী সুন্দরীকে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Samantha ruth prabhu