Salman Khan’s Security Pushes Away Vicky Kaushal At IIFA Event Video Goes Viral


নয়াদিল্লি: বিনোদন প্রেমী দেশবাসী এখন ভুগছে ‘আইফা’ জ্বরে (IIFA 2023)। ভিকি কৌশল (Vicky Kaushal) ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবার ২৭ মে অনুষ্ঠিত হতে চলা ‘আইফা ২০২৩’-এর সঞ্চালনা করবেন। আবু ধাবিতে ইতিমধ্যেই বলিউডের তারকা সমাহার হতে শুরু করে দিয়েছে। একাধিক তারকা উপস্থিত থাকবেন সেখানে, কিন্তু সেখান থেকেই ভাইরাল হওয়া একটি ভিডিও এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। হঠাৎই মুখোমুখি ভিকি কৌশল ও সলমন খান (Salman Khan), তারপর?

ভিকিকে ঠেলে সরিয়ে দিলেন সলমনের নিরাপত্তারক্ষীরা?

আইফায় যোগদানের জন্য একাধিক তারকা পৌঁছতে শুরু করে দিয়েছেন। সলমন খান, অভিষেক বচ্চন, নোরা ফতেহি, ভিকি কৌশল প্রমুখ অনেকেই ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে এবং অনেকেরই পৌঁছনোর ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তেমনই এক ভিডিওয় ধরা পড়ল ভিকি কৌশল ও সলমনের মুখোমুখি হওয়ার মুহূর্ত। এবং নেটিজেনদের মতে সেই মুহূর্ত বিশেষ সুখকর নয়। 

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে ভিড়ে মাঝে দাঁড়িয়ে এক অনুরাগীর সেলফি তোলার আবদার মেটাচ্ছেন ভিকি কৌশল। তার কিছুক্ষণ পরই সেই পথেই প্রবেশ সলমন খান ও তাঁর নিরাপত্তারক্ষীদের। পাশ দিয়ে যাওয়ার সময় ভাইজানের সঙ্গে কথা বলতে উদ্যত হন ‘উরি’ অভিনেতা, কিন্তু তাঁকে একপ্রকার সরিয়েই দেন সলমনের নিরাপত্তারক্ষীরা। খুব সংক্ষেপেই ভিকি কিছু একটা বলতে পারেন, তারই মধ্যে সলমনকে গার্ড করে নিয়ে বেরিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রীতিমতো দু’ভাগে বিভক্ত নেটিজেনরা। 

নেটিজেনদের একাংশ বেশ ক্ষুব্ধ সলমন খানের নিরাপত্তারক্ষীদের এমন কাণ্ডে। তবে অনেকেই বলছেন সলমন খানের নিরাপত্তার বিষয় নিয়ে সকলেই চিন্তিত, ফলে এমন আচরণ হয়তো খুব অস্বাভাবিক নয়। একজন লেখেন, ‘সাধারণ মানুষের মতো সাইডে সরিয়ে দিল, কিন্তু সলমন খানের নিরাপত্তার কারণ আমরা সকলেই জানি’। অন্যদিকে অপর এক নেটিজেনেদর দাবি, ‘এটা ভীষণ অহঙ্কারী ও অভদ্রের মতো আচরণ, ছিঃ! তারকার ক্ষমতার কথা বলা হয়… ভিকিকে এমনভাবে দূরে সরিয়ে দিল যেন ও কেউ নয়।’ আবার অনেকের মতে এই ঘটনায় সলমন খানকে দোষ দেওয়ার কোনও মানেই হয় না, কারণ দোষ তাঁর নিরাপত্তারক্ষী ও ছবিগ্রাহকদের। 

আরও পড়ুন: Benefits of Coconut: শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?

একজন তাঁর স্বামী, অপরজন প্রাক্তন প্রেমিক। তিনি ক্যাটরিনা কাইফ। স্বামী ও প্রাক্তন প্রেমিকের এই ভাইরাল ভিডিও কি তাঁর চোখে পড়েনি? স্বাভাবিকভাবেই সকলেই এখন ক্যাটরিনা কাইফের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। 

উল্লেখ্য, দুবাইয়ে ‘আইফা ২০২৩’-এর প্রেস কনফারেন্সে সলমন খান বলেন যে অবশেষে তিনি বহু প্রতীক্ষিত ‘টাইগার ৩’-এর শ্যুটিং শেষ করেছেন।

Source link

Read also  Raajniti Trailer: Sourav Chakrabortys Web Series Raajniti Trailer Released, Web Series Will Release At 26 May