Saif Ali Khan- Siddharth Anand: ভাগ্য ফেরাতে শাহরুখের ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থের সঙ্গে জুটি বাঁধলেন সইফ

‘ওয়ার’ আর ‘পাঠান’-এর মতো ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার দিয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। শাহরুখে খানের ‘পঠান’ তো ভেঙে দিয়েছে একাধিক রেকর্ড। ছবি ১০০০ কোটির ব্যবসা করেছে, যা চলতি বছরের সর্বাধিক উপার্জিত ছবি। এবার খবর বলছে, খুব জলদি সিদ্ধার্থ আনন্দ জুটি বাঁধবেন সইফ আলি খানের সঙ্গে। ১৬ বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। 

২০০৪ সালের ‘হাম তুম’ ছবিতে কুণাল কোহলির সহ-পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ। এরপর ২০০৫ সাল আসে ‘সলম নমস্তে’, যাতে পরিচালক হিসেবে ডেবিউ করেন সিদ্ধার্থ আনন্দ। যাতে মুখ্য চরিত্রে ছিলেন সইফ আলি খান আর প্রীতি জিন্টা। 

এবার ফের একসঙ্গে জুটি বাঁধলেন সিদ্ধার্থ আনন্দ আর সইফ আলি খান, ১৬ বছর পর, নেটফ্লিক্সের একটি অ্যাকশন সিনেমার জন্য। তবে সিদ্ধার্থ এই ছবির প্রযোজক, তাঁর নিজের একজন সহ-পরিচালক করবেন এই সিনেমার পরিচালনা। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে এটি একটি ফ্র্যাঞ্চায়েজি হতে চলেছে। যা সইফকে মুখ্য চরিত্রে রেখে একটি উদ্ধার অভিযান নিয়ে নির্মিত হবে। সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ এই প্রোজেক্টটির ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। সইফ নিজেও খুব উত্তেজিত নতুন আসা এই প্রোজেক্ট নিয়ে। আরও পড়ুন: হোটেলে মৃত্যু টিভি অভিনেতা নীতেশের, কী ছিল অভিনেতার শেষ সোশ্যাল পোস্ট? 

সিদ্ধার্থ আপাতত ব্যস্ত রয়েছেন ‘ফাইটার’ নিয়ে, যাতে মুখ্য চরিত্রে আছেন হৃতিক রোশন, অনিল কাপুর এবং দীপিকা পাড়ুকোন। এদিকে সইফ অপেক্ষা করছেন ‘আদিপুরুষ’ মুক্তির। যেখানে তাঁকে দেখা যাবে লঙ্কেশর রাবণের চরিত্রে। আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর ‘জেসমিন’ বৈভবীর, বয়স মাত্র ৩২ 

২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাওয়ার কথা ‘আদিপুরুষ’। ওম রাউতের পরিচলনায় তৈরি এই সিনেমা যতই মুক্তির কাছাকাছি আসছে, ততই বাড়ছে বিতর্ক। মাঝে তো শোনা গিয়েছিল, সইফকে নাকি এই ছবির প্রচারের অংশও করা হবে না। রাবণের চরিত্র নিয়ে যেহেতু সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে তাই হয়তো নির্মাতারা সইফকে দূরেও রাখতে পারেন প্রচারের সময়। যদিও মুখ খোলেননি গোটা টিম এখনও। সঙ্গে শোনা যায়, সিনেমার রাম অর্থাৎ প্রভাসের উপর পুরোপুরি ফোকাস ধরে রাখতে চাইছেন নির্মাতারা। ছবিতে সীতার চরিত্রে দেখা যাবেন কৃতি শ্যাননকে। 

Read also  ফুলশয্যাতেও রংমিলান্তি! সুদীপ্তা-সৌম্যর সুহাগ রাতের রোম্যান্টিক ছবি দেখেছেন, না হলেই বড় মিস|newly married couple sudipta and soumya s suhag rat pics goes viral on social media – News18 Bangla

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Source link