saha-shared-an-emotional-post-on-instagram-on-her-mother-s-birthday | উপলক্ষ্য় মায়ের জন্মদিন,আর এই বিশেষ দিনে তৃণা সাহা ফিরে গেলেন তাঁর ছেলেবেলায়
মোট চারটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, একটি দেখা যাচ্ছে মায়ের পাশে বসে রয়েছে ছোট্ট তৃণা। একটি মায়ের কোলে বলে খেলা করতে দেখা যাচ্ছে অভিনেত্রী। আবার একটি ছবিতে মায়ের সঙ্গে ঘোড়ার পিঠে উঠেছেন বাংলার এই দাপুটে নায়িকা।