Rupsa Chatterjee: বাঙালি খানায় রেস্তরাঁয় জমলো রূপসার প্রথম জামাইষষ্ঠী, কে কাকে কী উপহার দিলেন

ছোট পর্দার খুব চেনা মুখ রূপসা চট্টোপাধ্যায়। মাঝে বেশ দীর্ঘদিনের একটা বিরতি কাটিয়ে আবার পর্দায় ফিরতে চলেছেন তিনি। তাঁকে আগামীতে দেখা যেতে চলেছে তুঁতে ধারাবাহিকে। এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। আপাতত প্রোমো সহ দিনক্ষণ সামনে এসেছে এই ধারাবাহিকের। ফলে এখন অভিনেত্রী তাঁর আগামী কাজ নিয়ে বড়ই ব্যস্ত। অন্যদিকে তাঁর লিগ্যালি ওয়েডেড হাসব্যান্ডেরও অফিস ছিল। ফলে দুজনেই কাজ সামলে তাঁদের প্রথম জামাইষষ্ঠী সারলেন রেস্তরাঁয়। সঙ্গী বাবা, মা।

কিছু মাস আগেই আইনি বিয়ে সেরেছেন রূপসা এবং সায়নদীপ সরকার। ১৪ ফেব্রুয়ারি প্রেমের দিনের দিনই গঙ্গাবক্ষে লঞ্চেই তাঁরা একে অন্যকে আংটি পরান পরিবার বন্ধুদের উপস্থিতিতে। সারেন রেজিস্ট্রি। সোশ্যাল ম্যারেজ না হলেও সেই অর্থে এটাই তাঁদের প্রথম জামাইষষ্ঠী। ফলে সেটা তো একটু বিশেষ হতেই হতো!

অভিনেত্রীর মা প্রথম জামাইষষ্ঠীর তত্ব থেকে বাড়িতে ভুরিভোজের পর্ব আগেই মিটিয়ে ফেলেছেন। কী কী খাইয়েছেন তিনি তাঁর জামাইকে? অভিনেত্রী আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘সায়নের প্রিয় পাঁঠার মাংস, মালাইকারি, ভেটকি, পোলাও সবই ছিল মেনুতে।’ উপহারে কে কাকে কী দিলেন? উত্তরে তিনি বলেন, ‘মা সায়নকে তত্ত্বের মতো সাজিয়ে অনেক কিছু দিয়েছে। আর সায়ন মাকে শাড়ি আর গয়না দিয়েছে।’ বৃহস্পতিবার রাতে তাঁরা একটি বাঙালি রেস্তরাঁয় বাঙালি খাবারে জামাইষষ্ঠীর ভোজ সারেন।

রূপসা আর সায়নদীপকে মাঝে মধ্যেই তাঁদের ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভাগ করতে দেখা যায়। তাঁরা দুজনেই যেন ক্রমে সংসারী হয়ে উঠছেন। নতুন সংসারে মন দিচ্ছেন। তবে এই বছরই তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন না। আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালেই সোশ্যাল ম্যারেজ করার প্ল্যান আছে। এখনও দিনক্ষণ পাকা হয়নি বলেই খবর।

অন্যদিকে আগামী মাসের প্রায় গোড়ার দিক থেকেই স্টার জলসার পর্দায় দেখা যাবে তুঁতে। ৫ জুন থেকে সন্ধ্যা ৭টার স্লটে দেখা যাবে এই নতুন ধারাবাহিক। এখানে খলনায়িকার ভূমিকায় থাকবেন রূপসা। মুখ্য ভূমিকায় দীপান্বিতা রক্ষিত এবং সৈয়দ আরেফিন।

Read also  ‘যেন মুসলমান মাত্রই আতঙ্কবাদী’, ভাঙা পা নিয়ে ‘দ্য কেরালা স্টোরি’ দেখে আক্ষেপ তসলিমার

Source link