Rooqma Ray: ‘লালকুঠি’ শেষ হওয়ার ৭ মাসের মাথায় ফিরছেন রুকমা রায়, কোন চ্যানেলে আসবে সেই সিরিয়াল?

মাত্র ছ মাসে বন্ধ হয়ে গিয়েছিল লালকুঠি সিরিয়াল। যা নিদারুণ হতাশার খবর ছিল রাহুল বন্দ্যোপাধ্যায় আর রুকমা রায়ের ভক্তদের কাছে। চিরাচরিত ছকের বাইরে হেঁটে জি বাংলায় শুরু হয়েছিল এই ধারাবাহির। শাশুড়ি-বউমার ঝগড়া ছিল না এতে, বরং ছিল বেশ টানটান একটা রহস্য়। সঙ্গে রাহুল-রুকমার রসায়নও ছিল হাতিয়ার। কিন্তু ধারাবাহিক দর্শক মনে দাগ কাটতে না পারায় বন্ধ করে দেয় জি বাংলা। 

রাহুলকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ‘হরগৌরী পাইস হোটেল’-এ। ছবির হিরো শঙ্করের দাদার চরিত্রে ‘চিরদিনই তুমি যে আমার’ অভিনেতা। মুখ্য চরিত্র না হয়েও, এবারও রাহুল মন কেড়েছে দর্শকদের। তিনি আসার পর থেকে বেড়েছে শো-র টিআরপিও। তবে রুকমাকে লালকুঠির পর আর ছোট পরদায় দেখা যায়নি। অনুরাগী মনে প্রশ্ন ছিল, কবে ফিরবেন তিনি। অবশেষে সামনে এল সুখবর। 

আপাতত টলিপাড়ার ফিসফাস বলছে ‘রূপসাগরে মনের মানুষ’ নামক সিরিয়ালে দেখা যাবে তাঁকে। যা আসবে সান বাংলায়। ছোট পরদায় ফেরা নিয়ে অভিনেত্রী জানালেন, ‘ফিরছি খুব শীঘ্রই। যেহেতু প্রোমোটা অন এয়ার হয়নি তাই এই নিয়ে বেশি কথা বলতে পারব না। তবে আসছে। আমি আবার ছোট পরদায় ফিরছি।’

সঙ্গে রুকমা জানান, যে ভালোবাসা তিনি পেয়েছেন তাতে তিনি আপ্লুত। যেভাবে তাঁর ফেরার অপেক্ষা করেছে অনুরাগীরা তা মন ছুঁয়ে গিয়েছে তাঁর। অভিনেত্রী বললেন, ‘আমি সত্যি ভাগ্যবান যে যখনই আমার কোনও মেগা শেষ হয়ে যায় প্রচুর মানুষ খোঁজ নেয় আমার, কবে ফিরব জানতে চায়। আমায় মিস করে। একটু তো মাঝে মাঝে বিরতি নেওয়া উচিত। নিজের জন্য সময় বের করা উচিত। তাই ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম। আশা করব এই চরিত্রটাও দর্শকদের ভালো লাগবে।’

‘কিরণমালা’ ধারাবহিক দিয়ে টেলিভিশনে আত্মপ্রকাশ হয়েছিল রুকমার। খুব জনপ্রিয় ছিল সেই সিরিয়াল। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি রুকমাকেও। ব্যাক টু ব্যাক ধারাবাহিকে কাজ করেছেন। দেখা গিয়েছে ‘বাঘ বন্দী খেলা’, ‘দেশের মাটি’, ‘খড়কুটো’-তে। শেষ সিরিয়াল লালকুঠি। তবে সিরিয়াল না করলেও রুকমাকে দেখা গিয়েছে জি ফাইভের ‘রক্তকরবী’ ওয়েব সিরিজে। যেখানে তাঁর সঙ্গে ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম ছিল বৃন্দা। এটি ছিল একটি সাইকোলজিক্যাল থ্রিলার। 

Read also  সর্বনাশ! আর একটু হলেই ঘটত বিপত্তি, মঞ্চে ওঠার আগে গাউনের চেন কেটে গেল জাহ্নবীর, তারপর...|janhvi kapoor reveals zip of her gown ripped 5 minutes before performance – News18 Bangla

এর পাশাপাশি এই কয়েক মাসের গ্যাপে ঘুরে বেরিয়েছেন রুকমা প্রচুর। যা তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাবে। আপাতত দেখার অনুরাগী মনে কতটা জয়গা করতে পারেন অভিনেত্রীর এই নতুন মেগা। 

Source link